পরামর্শদাতা নিয়োগ করবে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)। চুক্তির ভিত্তিতে নির্দিষ্ট মেয়াদে কাজের দায়িত্ব সামলাতে হবে নিযুক্তদের। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
প্রতিষ্ঠানে অ্যাকাডেমিক কনসালট্যান্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কনসালট্যান্ট নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি। প্রথমে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর তাঁদের কর্মদক্ষতা এবং প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী বাড়তে পারে চাকরির মেয়াদ। শীঘ্রই কাজ শুরু করতে হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন:
উভয় পদেই আবেদনকারীদের বয়স হতে হবে ৬৮ বছরের মধ্যে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৯৯,০০০ টাকা। অ্যাকাডেমিক কনসালট্যান্ট পদে আবেদন করতে পারবেন কোনও ইউজিসি স্বীকৃত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত উপাচার্য, ডিন বা রেজিস্ট্রার। একই ভাবে, অন্য পদটির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাট অনুযায়ী আবেদনপত্র-সহ বাকি নথি উল্লিখিত ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ১,২০০ টাকা। আগামী ৫ জানুয়ারি নথি পাঠানোর শেষ দিন। এ বিষয়ে বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।