নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মখালি। বিশ্ববিদ্যালয় অধীনস্থ দু’টি কলেজে কাজের সুযোগ রয়েছে। এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। জানানো হয়েছে, প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তাঁদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
বিশ্ববিদ্যালয় অধীনস্থ দু’টি কলেজে অ্যাসোসিয়েট ডিন নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি। তাঁদের পোস্টিং হবে বর্ধমান এবং বাঁকুড়ায়। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৬০,০০০ টাকা।
আরও পড়ুন:
-
ফিজ়িয়োথেরাপিস্ট-এর চাহিদা বাড়ছে! পেশা হিসাবে বেছে নিতে চাইলে তৈরি হতে হবে কী ভাবে?
-
ফুটঅয়্যার ডিজ়াইন অ্যান্ড ডেভেলপমেন্ট স্নাতকে ভর্তির প্রবেশিকা কবে! প্রকাশিত দিনক্ষণ
-
পেশাদারদের জন্য এমবিএ-র সুযোগ! আইআইএফটি-র তরফে ক্লাস করানো হবে অনলাইনে
-
অ্যাকাডেমিক অ্যাসোসিয়েট-এর খোঁজে ইগনু, স্নাতকোত্তর থাকলেই করা যাবে আবেদন
আবেদনকারীদের বয়স অনূর্ধ্ব ৭০ বছর হতে হবে। তাঁদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ্যার অবসরপ্রাপ্ত অধ্যাপক হতে হবে।
আগামী বছরের ২০ জানুয়ারি বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে দুপুর ১২টা থেকে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। ওই দিন আবেদনপত্র, জীবনপঞ্জি-সহ সমস্ত নথি নিয়ে প্রার্থীদের সেখানে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বাকি তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে।
আরও পড়ুন:
-
প্রকাশিত জেইই অ্যাডভান্সড-এর পাঠ্যক্রম, কোন ওয়েবসাইট থেকে, কী ভাবে সংগ্রহ করা যাবে?
-
কর্মী খুঁজছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, কোন পদে, কোন যোগ্যতায় করা যাবে আবেদন?
-
২০০ শিক্ষানবিশ খুঁজছে মাজ়াগন ডক শিপবিল্ডার্স লিমিটেড, কী ভাবে আবেদন করবেন?
-
বদলে যাচ্ছে চাকরির ধরন, কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে লাভ হবে ভবিষ্যতে?