আইনের স্নাতক এবং স্নাতকোত্তরে ভর্তির প্রবেশিকা ক্ল্যাট-এর ফল ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধে থেকে শুরু হয়েছে কাউন্সেলিং প্রক্রিয়া। প্রবেশিকার ফলাফলের উপর ভিত্তি করে দেশের নানা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আইন নিয়ে পড়ার সুযোগ মিলবে।
ক্ল্যাট-এ উত্তীর্ণেরা স্নাতক বা স্নাতকোত্তরে ভর্তির জন্য দেশের সেরা প্রতিষ্ঠানকেই বেছে নিতে চান। সে ক্ষেত্রে অনেকই গুরুত্ব দেন এনআইআরএফ র্যাঙ্কিং তালিকায় ঠাঁই পাওয়া প্রতিষ্ঠানগুলিকে। একইসঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির জন্য কত র্যাঙ্ক প্রয়োজন, তাও বিচার বিবেচনা করতে হয় তাঁদের।
আরও পড়ুন:
চলতি বছরে ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ)-এ প্রথম দশে ছিল—
১) ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি, বেঙ্গালুরু।
২) ন্যাশনাল ল ইউনিভার্সিটি, নয়াদিল্লি।
৩) নালসার ইউনিভার্সিটি অফ ল, হায়দরাবাদ।
৪) ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস (ডব্লিউবিএনইউজেএস), কলকাতা।
৫) গুজরাত ন্যাশনাল ল ইউনিভার্সিটি।
৬) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়্গপুর।
৭) সিমবায়োসিস ল স্কুল, পুণে।
৮) জামিয়া মিলিয়া ইসলামিয়া, নয়াদিল্লি।
৯) আলিগড় মুসলিম ইউনিভার্সিটি।
১০) শিক্ষা ও অনুসন্ধান ইউনিভার্সিটি, ভুবনেশ্বর।
ক্ল্যাট-এ উত্তীর্ণদের র্যাঙ্ক ১২০-এর মধ্যে থাকলে ভর্তি হওয়া যাবে ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি, বেঙ্গালুরুতে। নালসার ইউনিভার্সিটি অফ ল, হায়দরবাদে ভর্তির সুযোগ মিলবে, যদি পড়ুয়াদের র্যাঙ্ক হয় ১২০ থেকে ২৬০-এর মধ্যে। ডব্লিউবিএনইউজেএস কলকাতায় ভর্তির জন্য প্রয়োজন ২৬০ থেকে ৪৫০-এর মধ্যে র্যাঙ্ক। এনএলইউ জোধপুরে ভর্তির জন্য প্রয়োজন ৪৫০ থেকে ৮০০-এর মধ্যে র্যাঙ্ক। গুজরাত ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ মিলবে যদি র্যাঙ্ক থাকে ৮০০ থাকে ১২০০-এর মধ্যে। এনএলআইইউ ভোপালে ভর্তি হওয়া যাবে ১২০০ থেকে ১৭০০-এর মধ্যে র্যাঙ্ক থাকলে। এনএলইউ ওড়িশায় ভর্তি হওয়া যাবে র্যাঙ্ক ৩,৩০০-৪,২০০-এর মধ্যে র্যাঙ্ক থাকলে।
আরও পড়ুন:
-
ইগনু-র তরফে দূর এবং মুক্ত শিক্ষা মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ, শুরু আবেদন গ্রহণ প্রক্রিয়া
-
রাজ্যের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে ৮১ জন কর্মীর খোঁজ, কী ভাবে আবেদন করা যাবে?
-
ক্ল্যাট-এর কাউন্সেলিং সূচি প্রকাশ! আইনের স্নাতক ও স্নাতকোত্তরের জন্য কবে শুরু রেজিস্ট্রেশন?
-
৩০ জন পেশাদারের খোঁজ উত্তর দিনাজপুর জেলায়, কোন কোন পদে আবেদন জানানো যাবে?