Advertisement
২৭ এপ্রিল ২০২৪

ছবিতে পুলিশের বিবর্তন

ব্রিটিশ আমল থেকে বর্তমান সময় পর্যন্ত কলকাতার যানবাহন, ট্র্যাফিক ব্যবস্থা ও ট্র্যাফিক পুলিশ— কী ভাবে বদলেছে, তা তুলে ধরতে ট্র্যাফিক সংগ্রহশালা করবে কলকাতা পুলিশ। শুক্রবার আলিপুরের বডিগার্ড লাইন্সে পথ নিরাপত্তা সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানে পুলিশ কমিশনার রাজীব কুমার এ কথা জানান।

শিবাজী দে সরকার ও কুন্তক চট্টোপাধ্যায়
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৭ ০১:১৫
Share: Save:

ব্রিটিশ আমল থেকে বর্তমান সময় পর্যন্ত কলকাতার যানবাহন, ট্র্যাফিক ব্যবস্থা ও ট্র্যাফিক পুলিশ— কী ভাবে বদলেছে, তা তুলে ধরতে ট্র্যাফিক সংগ্রহশালা করবে কলকাতা পুলিশ। শুক্রবার আলিপুরের বডিগার্ড লাইন্সে পথ নিরাপত্তা সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠানে পুলিশ কমিশনার রাজীব কুমার এ কথা জানান। রিপন স্ট্রিটে কলকাতা পুলিশের ওয়্যারলেস দফতরে হবে এই সংগ্রহশালা। সেখানে মরণোত্তর অঙ্গদান নিয়ে সচেতনতা তৈরির প্রয়াসও চালাবে পুলিশের অবসরপ্রাপ্ত অফিসারদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘মৃত্যুঞ্জয়’।

কলকাতা পুলিশের বিবর্তন তুলে ধরতে মানিকতলায় ডিসি (নর্থ)-র অফিস চত্বরে সাধারণ সংগ্রহশালা আছে। ট্র্যাফিকের সংগ্রহশালা রয়েছে লালবাজারে। তবে সেটি একেবারেই ছোট মাপের। সেখানে আমজনতা চট করে ঢুকতেও পারেন না। লালবাজারের এক কর্তার মতে, কলকাতা পুলিশের সদর দফতরে সাধারণের খোলামেলা যাতায়াত সম্ভব নয়। ফলে ওই সংগ্রহশালা তেমন কাজে লাগে না। তাই রিপন স্ট্রিটে সংগ্রহশালা খোলার ভাবনা।

গত সোমবার থেকে শহরে শুরু হয়েছিল ‘পথ নিরাপত্তা সপ্তাহ’ পালন। এ দিন তার সমাপ্তিতে ভাল কাজের জন্য যাদবপুর, রিজেন্ট পার্ক, বেলেঘাটা, হেডকোয়ার্টার্স, তিলজলা ও টালিগঞ্জ ট্র্যাফিক গার্ডকে পুরস্কৃত করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

police museum Kolkata traffic police
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE