পুজোর ছুটি কাটিয়ে ফেরার পথে রবিবার রাতে মধ্যপ্রদেশের বিলাসপুরের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বিনোদিনী গার্লস হাইস্কুলের শিক্ষিকা পরমা ভট্টাচার্য এবং তাঁর মেয়ের। সপ্তাহ খানেক আগে স্কুলের সহকর্মীদের সঙ্গে বাঘাযতীন এলাকার বাসিন্দা, ওই শিক্ষিকা বিলাসপুরে বেড়াতে যান। এ দিন রাত ১০টা ২০ মিনিটে ট্রেন ধরে বিলাসপুর থেকে তাঁদের রওয়ানা হওয়ার কথা ছিল। গাড়িতে স্টেশনে আসার পথে রাস্তায় দুর্ঘটনার মুখে পড়েন তাঁরা। ঘটনাস্থলে ওই শিক্ষিকা, তাঁর এক কন্যা এবং গাড়ির চালক প্রাণ হারান বলে খবর। হাসপাতালে চিকিৎসাধীন তাঁর অপর কন্যা এবং আরও দুই সহকর্মী।
মাঝ রাতে দুর্ঘটনার খবর এসে পৌঁছয় কলকাতার বাড়িতে। খবর পেয়ে রাতে যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার বাঘাযতীন এলাকায় ওই শিক্ষিকার বাড়িতে যান। আজ, সোমবার সকালে দেহ আনতে বিলাসপুর যাচ্ছেন পরিবারের লোকজন। নিজস্ব সংবাদদাতা
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)