চুরি করতে গিয়ে জুটেছিল গণপিটুনি। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে গ্রেফতার করে। পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পরে গণপিটুনির অভিযোগে পাল্টা মামলা দায়ের করল ওই চোরই! কাউকে গ্রেফতার না করলেও সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রের খবর, গত শনিবার রাতে ঘটনাটি ঘটেছে তিলজলা থানা এলাকার তপসিয়া রোডের একটি বহুতলে। ধৃতের নাম মহম্মদ ইরফান। ওই রাতেই চুরির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। রবিবার ইরফান অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মারধর থেকে শুরু করে একাধিক ধারায় অভিযোগ দায়ের করে। চুরির অভিযোগে ইরফানকে আদালতে তোলা হলে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ হয়।
পুলিশ জানিয়েছে, শনিবার রাতে তপসিয়া রোডের বাসিন্দা এক ব্যক্তি চুরির অভিযোগ দায়ের করে দাবি করেন, তিনি ওই দিন বাইরে ছিলেন। বাড়ি ফিরে দেখেন, দরজার তালা ভাঙা। আলমারির দরজা খোলা। বিছানার উপরে পড়ে আছে গয়নার ফাঁকা বাক্স। পুলিশ জানায়, বাড়ির লোকজন চেঁচামেচি শুরু করলে তিন জনকে ছাদে পালিয়ে যেতে দেখা যায়। দু’জন পালিয়ে গেলেও ইরফানকে আটক করে মারধর করা হয়। পুলিশ গিয়ে তাকে আটক করে তল্লাশি করতেই কিছু গয়না উদ্ধার হয়।
পুলিশ সূত্রের খবর, ইরফানের প্রাথমিক চিকিৎসার পরে সে পাল্টা অভিযোগ দায়ের করে। ভারী কিছু দিয়ে মারধরের অভিযোগ দায়ের করেছে সে। কয়েক মাস আগে একই ধরনের ঘটনা ঘটেছিল পাটুলি থানায়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)