Advertisement
E-Paper

ফুটপাথে ঘুমন্ত শিশুকে পিষে দিল ট্রেলার

প্রবল গরমে ঘর ছেড়ে ফুটপাথে এসে ঘুমোচ্ছিলেন চার জন। মধ্যরাতে, ঘুমের মধ্যেই তাঁদের চাপা দিয়ে চলে গেল ট্রেলার। পুলিশ জানিয়েছে, খিদিরপুরের ফ্যান্সি মার্কেটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রেলারটি ফুটপাথে উঠে যায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মে ২০১৭ ০১:৫০

প্রবল গরমে ঘর ছেড়ে ফুটপাথে এসে ঘুমোচ্ছিলেন চার জন। মধ্যরাতে, ঘুমের মধ্যেই তাঁদের চাপা দিয়ে চলে গেল ট্রেলার। পুলিশ জানিয়েছে, খিদিরপুরের ফ্যান্সি মার্কেটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রেলারটি ফুটপাথে উঠে যায়। ওই ঘটনায় ছ’বছরের একটি শিশু মারা গিয়েছে। আহত তিন জন। মৃত শিশুটির নাম মহম্মদ সাহিল। তার বাড়ি খিদিরপুরের সিজিআর রোড সংলগ্ন ওড়িয়া বস্তিতে।

পুলিশ সূত্রের খবর, সোমবার রাতে খিদিরপুরের ফ্যান্সি মার্কেটের উল্টো দিকে সিজিআর রোডের চওড়া ফুটপাথে দুই ভাগ্নে মহম্মদ সাহিল ও মহম্মদ আমনকে নিয়ে ঘুমোচ্ছিলেন তাদের দুই মামা মহম্মদ জামিরুদ্দিন ও মহম্মদ আমিরুদ্দিন। অভিযোগ, সোমবার রাত দুটো নাগাদ বন্দরের দিক থেকে খিদিরপুরগামী দু’টি ট্রেলার রেষারেষি করে ছুটছিল। পুলিশ জানিয়েছে, একটি ট্রেলারকে টপকাতে গিয়ে বাঁ দিকে ঘেঁষে ফুটপাথে উঠে পড়ে আর একটি ট্রেলার। সেটি প্রথমে একটি বাতিস্তম্ভে ধাক্কা মারে। তার পরে ওই স্তম্ভ-সহ ট্রেলারটি ফুটপাথে শুয়ে থাকা চার জনের উপরে উঠে যায়। তাঁদের আর্তনাদে ঘটনাস্থলে ছুটে আসেন সংলগ্ন বস্তির বাসিন্দারা। আহত চার জনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে সাহিলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পরে জামিরুদ্দিন ও আমিরুদ্দিনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। মৃত শিশুর দাদা, ১৩ বছরের আমন এখন হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা সঙ্কটজনক।

এ দিন ওড়িয়া বস্তিতে গিয়ে দেখা যায়, সারি সারি খুপরি ঘর। কোনওটারই মাপ ছ’ফুট বাই সাত ফুটের বেশি নয়। এক-একটি ঘরে পরিবারের পাঁচ-ছ’জনের পক্ষে একসঙ্গে থাকা কার্যত অসম্ভব। মৃত সাহিলের পরিবারের লোকজন বলেন, এত ছোট ঘরে রাতে ঘুমোনোর জায়গা হয় না বলে বাড়ির পুরুষেরা সাধারণত ফুটপাথেই ঘুমোন। সোমবার রাতেও তা-ই ঘুমিয়েছিলেন। কেউ ভাবতেও পারেননি, অত চওড়া ফুটপাথে এমন দুর্ঘটনা ঘটতে পারে। তাঁদের দাবি, ‘‘হয় সরকার ঘর দিক, নইলে ফুটপাথে রাতের নিরাপত্তা দিক।’’

স্থানীয়দের অভিযোগ, ওই ট্রেলারটি বাঁ দিক দিয়ে অন্য ট্রেলারটিকে ওভারটেক করতে গিয়েই দুর্ঘটনা ঘটিয়েছে। রাতেই ট্রেলারের চালক দারা প্রসাদকে গ্রেফতার করে পুলিশ। ট্রেলারটি আটক করা হয়েছে।

Trailer Truck
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy