Advertisement
০৬ মে ২০২৪

‘ঝগড়া’ করে গঙ্গায় ঝাঁপ তরুণীর

বুধবার সকাল পৌনে দশটা নাগাদ এমনই দৃশ্যের সাক্ষী থাকলেন দক্ষিণেশ্বর জেটি ঘাটের কাছে উপস্থিত এক দল যুবক। প্রতি দিনের মতোই এ দিন সকালেও সেতুর নীচে গঙ্গায় ডুব দিয়ে চুম্বক দিয়ে পয়সা খুঁজছিলেন তাঁরা।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৭ ০১:০১
Share: Save:

গঙ্গার উপরে, সেতুর রেলিংয়ের ধারে দাঁড়িয়ে ছিলেন দুই তরুণ-তরুণী। তুমুল ঝগড়া চলছিল তাঁদের মধ্যে। আচমকাই রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ দিলেন তরুণী।

বুধবার সকাল পৌনে দশটা নাগাদ এমনই দৃশ্যের সাক্ষী থাকলেন দক্ষিণেশ্বর জেটি ঘাটের কাছে উপস্থিত এক দল যুবক। প্রতি দিনের মতোই এ দিন সকালেও সেতুর নীচে গঙ্গায় ডুব দিয়ে চুম্বক দিয়ে পয়সা খুঁজছিলেন তাঁরা।

ওই তরুণীকে বালি ব্রিজ থেকে ঝাঁপ দিতে দেখে এক মুহূর্ত দেরি না-করে সাঁতার কেটে এগোতে থাকেন ওই যুবকেরা। ইতিমধ্যেই জেটির মাইকে ঘোষণা করা হয়, ‘এক মহিলা ঝাঁপ দিয়েছেন, মাঝিরা বাঁচানোর চেষ্টা করুন।’

ঘোষণা শুনেই দক্ষিণেশ্বর ঘাটে থাকা ভুটভুটি নৌকা চালকেরাও উদ্ধারে এগিয়ে যান। কিন্তু তত ক্ষণে স্রোতের টানে মাঝ গঙ্গার দিকে ভেসে যাচ্ছেন ওই তরুণী। এক দিকে নৌকায় আর অন্য দিকে সাঁতরে ওই তরুণীর কাছে পৌঁছতে চান কয়েক জন যুবক। কিছু ক্ষণ পরে যৌথ চেষ্টায় মাঝ গঙ্গা থেকে উদ্ধার হন ওই তরুণী। নৌকায় করে তাঁকে নিয়ে আসা হয় জেটি ঘাটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলঘরিয়া থানার পুলিশ।

পুলিশ সূত্রের জানা গিয়েছে, আদতে জামশেদপুরের বাসিন্দা বছর তিরিশের ওই তরুণী কর্মসূত্রে হুগলির রিষড়ায় থাকেন। এ দিন সকালে তাঁর সঙ্গীর সঙ্গে ঝামেলা হওয়ায়, দু’জনে মিলে বালি ব্রিজে আসেন। এর পরে কথা বলতে বলতেই তাঁরা দক্ষিণেশ্বরের দিকে এগোতে থাকেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক সময় তুমুল অশান্তি শুরু হয় দু’জনের মধ্যে। এর পরেই আচমকা কিছুটা এগিয়ে গিয়ে রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ দেন ওই তরুণী। তাঁকে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE