ভোরে তরুণী অভিনেত্রীকে হেনস্থার অভিযোগ উঠল যাদবপুরে! বৃহস্পতিবার ভোরে যাদবপুরের সুলেখা মোড়ের কাছে ঘটনাটি ঘটেছে। ওই সময় গাড়ি চেপে যাচ্ছিলেন কয়েক জন যুবক। তাঁরাই তরুণীকে হেনস্থা ও কটূক্তি করেন বলে অভিযোগ। অভিযোগ, পুলিশের সামনেই হেনস্থা করা হয় অভিনেত্রীর বন্ধুদেরও।
অভিযোগকারিণী জানিয়েছেন, বুধবার তিনি শুটিং থেকে ঘরে ফিরছিলেন। ভোর প্রায় সাড়ে ৩টে নাগাদ সুলেখায় বাড়ির কাছাকাছি এসে তরুণী ও তাঁর বন্ধুরা চা খাবেন বলে ঠিক করেন। সেইমতো সুলেখা মোড়ের কাছে দাঁড়িয়ে তাঁরা চা ও খাবার খাচ্ছিলেন। সে সময়ে গাড়িতে যেতে যেতে তাঁদের লক্ষ্য করে আচমকা কটূক্তি করতে শুরু করেন কয়েক জন যুবক। প্রতিবাদ করলে গাড়ি থেকে নেমে তাঁদের দিকে এগিয়ে যান যুবকেরা। তখন গাড়ি পার্ক করা নিয়ে দু’দলের মধ্যে আর এক প্রস্ত বচসা শুরু হয়। সে সময় দুই যুবক তরুণীর উপর চড়াও হন বলে অভিযোগ। কটূক্তির পাশাপাশি শারীরিক হেনস্থাও করা হয়। ওই সময় এক পুলিশকর্মী এলাকায় ছিলেন। তাঁর সামনেই চলতে থাকে লাগাতার হুমকি।
আরও পড়ুন:
এর পর সটান যাদবপুর থানায় গিয়ে হাজির হন অভিনেত্রী। তিনি ওই যুবকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ভারতীয় ন্যায় সংহিতার ১১৫ (২), ১২৬ (২), ৩৫১ (২), ৭৯ এবং ৩ (৫)-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়। তরুণী ও তাঁর বন্ধুদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন যুবকেরাও! পুলিশ সূত্রে জানানো হয়েছে, সব দিক খতিয়ে দেখে আইনানুগ পদক্ষেপ করা হবে।
অভিনেত্রীর কথায়, ‘‘সুলেখায় আমার বাড়ির সামনেই আমরা চা ও খাবার খাচ্ছিলাম। হঠাৎ একটি গাড়ি চেপে কয়েক জন ছেলে আসে এবং ‘ইভ টিজ়িং’ করতে শুরু করে। আমি প্রতিবাদ করায় ওরা গাড়ি ঘুরিয়ে এসে ফের অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমার বন্ধুরা বাধা দিতে গেলে গাড়ি থেকে নেমে হাতাহাতি শুরু করে দেয়। আমাকেও মারধর করা হয়। সে সময় পুলিশ চলে এলে দু’জন ছেলে পুলিশের উপরেও চড়াও হয়।’’ এর পরেই লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। তরুণীর দাবি, ভোর থেকে চেষ্টা করার পর দুপুরে তাঁদের অভিযোগ নেওয়া হয়েছে। যথাযথ পদক্ষেপ করার আশ্বাসও দিয়েছে পুলিশ।