Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Bowbazar

Bowbazar: বৌবাজারের সমস্যায় মেট্রোর দ্বারস্থ অধীর

ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলছেন অধীর চৌধুরি।

ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলছেন অধীর চৌধুরি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ মে ২০২২ ০৯:২১
Share: Save:

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য বৌবাজারে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের যথাযথ পুনর্বাসনের দাবিতে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন ( কেএমসিআরএল) কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও প্রাক্তন রেলমন্ত্রী অধীর চৌধুরী। বৌবাজারে গিয়ে বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সঙ্গে দেখা করেছিলেন অধীরবাবু। সেই অভিজ্ঞতার প্রসঙ্গে শুক্রবার তিনি কথা বলেন কেএমসিআরএল-এর ম্যানেজিং ডিরেক্টর চন্দেশ্বর নাথ ঝা-র সঙ্গে। প্রদেশ কংগ্রেস সভাপতির কথায়, ‘‘বৌবাজারে গিয়ে ওখানকার বাসিন্দাদের বলেছিলাম, তাঁদের সমস্যার বিষয়টা নিয়ে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। সেইমতোই এমডি-কে পুনর্বাসনের কথা জানিয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন, এই ব্যাপারে যা করণীয়, যথাসাধ্যই করা হবে।’’ বৌবাজারে বারবার ফাটল দেখা দেওয়ার জন্য এলাকায় গিয়ে রেল মন্ত্রক এবং তৃণমূলের রাজ্য সরকার, উভয় পক্ষকেই দায়ী করেছিলেন অধীরবাবু। সেই সঙ্গেই বলেছিলেন, দেশের বিভিন্ন শহরে মেট্রো প্রকল্পের কাজ করছে নগরোন্নয়ন মন্ত্রক। সংশ্লিষ্ট রাজ্যের দফতরের সঙ্গে যৌথ ভাবে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক এই কাজ করছে। পশ্চিমবঙ্গে বাম সরকারের নগরোন্নয়ন দফতর মেট্রোর কাজে উৎসাহী ছিল। কিন্তু এখনকার মুখ্যমন্ত্রী কেন্দ্রে রেলমন্ত্রী হয়ে কলকাতার ইস্ট-ওয়েস্টের মতো পরবর্তী মেট্রোর প্রকল্পকে রেলের হাতে নিয়ে গিয়েছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bowbazar adhir chowdhury KMRCL East West Metro
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE