প্রবীর ঘোষালের পথে কি আরও কেউ আছেন? কিংবা তাঁর সঙ্গে কারা যোগাযোগ রাখছেন? এই সবের আঁচ পেতেই প্রবীরের বিধানসভা কেন্দ্র উত্তরপাড়ার নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করলেন হুগলি জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব। বৈঠকের পর দিলীপের দাবি, ‘‘সবাই কথা দিয়েছেন, দলবদল করছেন না তাঁরা।’’
শনিবারই চার্টার্ড বিমানে দিল্লি উড়ে গিয়ে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। রবিবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে স্মৃতি ইরানীর সভায় যোগ দিয়ে পদ্ম শিবিরের সঙ্গে পথ চলার সূচনা করেছেন। ঠিক তখনই উত্তরপাড়া বিধানসভা এলাকার ২টি পুরসভা ও গ্রাম পঞ্চায়েতের জন প্রতিনিধি, ছাত্র যুব মহিলা সংগঠনের পদাধিকারীদের নিয়ে উত্তরপাড়া গণ ভবনে মিটিং করলেন তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব।
বৈঠকের পর দিলীপ বলেন, ‘‘বিধায়ক অন্য দলে যোগ দিয়েছেন। কিন্তু তাঁর সঙ্গে এক জনও যাননি। দলের সভায় উপস্থিত হয়ে সবাই ঐক্যবদ্ধ আছেন, এই বার্তা দিয়েছেন। জানিয়েছেন, তাঁরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন।"