Advertisement
০৫ মে ২০২৪

আবার ভোগান্তি মেট্রোয়

৩০ মিনিটের পথ পেরোতে সময় লেগেছে প্রায় এক ঘণ্টা। বৃহস্পতিবার সকালে প্রায় দু’ঘণ্টা ধরে এমন ভাবেই চলাচল করল মেট্রো।শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে মেট্রোয় উঠেছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মী। গন্তব্য ছিল চাঁদনি চক।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জুন ২০১৬ ০৬:৫৫
Share: Save:

৩০ মিনিটের পথ পেরোতে সময় লেগেছে প্রায় এক ঘণ্টা। বৃহস্পতিবার সকালে প্রায় দু’ঘণ্টা ধরে এমন ভাবেই চলাচল করল মেট্রো।

শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে মেট্রোয় উঠেছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের এক কর্মী। গন্তব্য ছিল চাঁদনি চক। তিনি জানান, ট্রেনটি প্রতিটি স্টেশনের আগে-পরে পাঁচ মিনিটেরও বেশি সময় ধরে দাঁড়িয়েছে। বারবার জানতে চাওয়া হলেও মেট্রো কর্মীরা কিছু জানাতে পারেননি। স্টেশনের মাইকেও কোনও ঘোষণা করা হয়নি। ওই কর্মী জানান, প্রতিদিন তিনি যে দূরত্ব আধ ঘণ্টায় যান, এ দিন সেই দূরত্ব যেতে তাঁর লেগেছে প্রায়
এক ঘণ্টা।

কেন এই ভোগান্তি? মেট্রো সূত্রের খবর, এ দিন সকাল ৮-৫৬ মিনিট নাগাদ একটি ট্রেনের ব্যাটারিতে গোলমাল শুরু হয়। ফলে ট্রেন চালাতে গেলে বারবারই সেটি দাঁড়িয়ে পড়ছিল। কবি সুভাষ থেকে প্রতিটি স্টেশনেই ট্রেনটি বারবার আটকে পড়ায় পিছনের অন্য ট্রেনগুলিরও দেরি হয়ে যায়। তবে মেট্রো কর্তাদের দাগি, এই সমস্যা বেশিক্ষণ ছিল না। তাঁরা জানান, খবর পেয়েই মেট্রো কর্মীরা গিয়ে ট্রেনটিকে তখনকার মতো সারিয়ে কারশে়ডে পাঠানোর ব্যবস্থা করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Metro Passengers
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE