কর আদায়ে জোর দেওয়ার ঘোষণা হয়েছিল আগেই। পুরসভার বাজেটেও তার প্রতিফলন মিলেছিল। সোমবার বিধাননগর পুরসভার সংশোধিত বাজেটে কর আদায়ে আরও গতি বাড়ানোর ইঙ্গিত দিলেন কর্তৃপক্ষ।
যদিও বিধাননগর, বিশেষত সল্টলেকের স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, চলতি বছরে কর আদায়ে গতি বাড়ানোর প্রতিফলন তেমন দেখা যায়নি রাস্তা, আলো, আবর্জনা সাফাইয়ে। তাই তাঁদের দাবি, কর আদায় নিশ্চিত করে পরিষেবার মানোন্নয়ন ঘটাক পুরসভা। পাল্টা দাবিতে পুরসভা জানিয়েছে, চলতি বছরে জল সরবরাহ থেকে শুরু করে জলাধার সংস্কার, রবীন্দ্র ভবন নির্মাণ-সহ একাধিক উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
পুরসভা সূত্রের খবর, কর আদায়ে শুরু থেকেই জোর দেওয়ায় বছরের প্রথমে ছ’মাসে আয়ের অঙ্ক ছাপিয়ে গিয়েছে গত বছরের আদায়কে। অনলাইনে মিউটেশন, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সম্পত্তিকরের বিল পৌঁছে দেওয়া-সহ একাধিক পদক্ষেপ করায় সেই খাতে আয় বেড়েছে। সেই সূত্র ধরেই পরবর্তী সময়ে কর আদায়ের পরিমাণ বাড়বে বলে আশা পুর কর্তৃপক্ষের। তাঁরা আরও মনে করছেন, অনলাইনে নকশা অনুমোদন, হোর্ডিং থেকেও আয় বাড়বে।
পুরসভা সূত্রের খবর, ২০২৫-২৬ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট মার্চে অনুমোদিত হয়েছিল। প্রথম ছ’মাসে পরিকাঠামোর আধুনিকীকরণ, আলো, জল সরবরাহ, রাস্তা মেরামতি, আবর্জনা সাফাইয়ে জোর বাড়ানো হয়েছে। মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানান, পূর্ণাঙ্গ বাজেটে কর আদায়ে জোর বাড়ানো হয়েছিল। সেই নীতিই বজায় থাকছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)