যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপরে হামলার ঘটনার মামলায় অভিযুক্ত গবেষক হিন্দোল মজুমদারের মোবাইল ফোন, ট্যাব এবং ই-বুক রিডার ফেরত দেওয়ার নির্দেশ দিলেন আলিপুর আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক। উল্লেখ্য, এই মামলায় বর্তমানে জামিনে রয়েছেন হিন্দোল।
বিদেশ থেকে বাড়ি ফেরার পথে গত ১৩ অগস্ট হিন্দোলকে দিল্লি বিমানবন্দরে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে কলকাতা পুলিশের তরফে ‘লুক আউট নোটিস’ জারি করা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে ওই গবেষককে আটক করে দিল্লি পুলিশ। পরে কলকাতা পুলিশ দিল্লি গিয়ে হিন্দোলকে গ্রেফতার করে। ১৫ অগস্ট আলিপুর আদালতের ভারপ্রাপ্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক ওই গবেষককে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। তবে, ১৮ অগস্ট মামলার শুনানিতে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের অভাবে হিন্দোলের জামিন মঞ্জুর করেন অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক।
হিন্দোলের আইনজীবী শিবাশিস পট্টনায়ক বলেন, ‘‘হিন্দোলের মোবাইল ফোন-সহ অন্য সরঞ্জামগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশের একটি গবেষণা সংস্থার তরফে সেগুলি তাঁকে দেওয়া হয়েছিল। গবেষণার প্রয়োজনে অনেক তথ্য গোপন রাখতে হয়। অথচ, কলকাতা পুলিশ ফরেন্সিক পরীক্ষার রিপোর্টের জন্য ওই সব বৈদ্যুতিন সামগ্রী আটকে রেখেছিল। এমনকি, রিপোর্ট আসার পরেও সেগুলি হিন্দোলকে ফেরত দেওয়া হয়নি।’’ শিবাশিস জানান, আদালত ১২ সেপ্টেম্বর হিন্দোলকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছিল। সেই মতো তিনি ১৫ সেপ্টেম্বর বিদেশে রওনা হয়ে যান। ওই আইনজীবী বলেন, ‘‘সম্প্রতি আদালতের কাছে ওই সব বৈদ্যুতিন সামগ্রী ফেরত পাওয়ার জন্য আবেদন করা হয়েছিল। বিচারক তা মঞ্জুর করেছেন এবং সংশ্লিষ্ট সামগ্রী হিন্দোলের বাবার হাতে তুলে দেওয়ার জন্য কলকাতা পুলিশকে নির্দেশ দিয়েছেন।’’ বিচারকের আরও নির্দেশ, আগামী বছরের ১৬ জানুয়ারি মামলার পরবর্তী শুনানিতে সশরীরে হাজির হতে হবে হিন্দোলকে। আদালতের একটি সূত্রের দাবি, আজ, বৃহস্পতিবার ওই সব বৈদ্যুতিন সরঞ্জাম হিন্দোলের বাবার হাতে তুলে দেওয়া হতে পারে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)