আরজি কর মেডিক্যাল কলেজের হস্টেলে প্রথম বর্ষের পড়ুয়াদের হেনস্থার অভিযোগে অভিযোগকারীদের বিরুদ্ধেই এ বার হুমকির অভিযোগ! শুধু তা-ই নয়, তাঁদের দাবি, অভিযোগকারী যা যা অভিযোগ করেছেন, তা সবই অসত্য।
আরজি করের প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য বরাদ্দ মানিকতলার হস্টেল। নিয়ম অনুযায়ী, সেই হস্টেলে কেবল প্রথম বর্ষের পড়ুয়ারাই থাকতে পারবেন। অভিযোগ, সেখানে দ্বিতীয় বর্ষের কয়েক জন পড়ুয়াও রয়ে গিয়েছেন। প্রথম বর্ষের পড়ুয়াদের হস্টেলে নানা ভাবে হেনস্থা বা ‘থ্রেট’ করা হয়। প্রশ্ন উঠছে, নিয়ম না-থাকা সত্ত্বেও কেন দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা প্রথম বর্ষের হস্টেলে থাকছিলেন? ফের কি আরজি করে ফিরছে ‘থ্রেট কালচার’?
দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের বিরুদ্ধে মারধর এবং হেনস্থার অভিযোগ তুলেছেন দ্বিতীয় বর্ষের পড়ুয়ারাই! অভিযোগকারী পড়ুয়াদের দাবি, প্রথম বর্ষের কয়েক জন পড়ুয়া তাঁদের কাছে এসে ‘ইন্ট্রো’র নামে হেনস্থার অভিযোগ করেন। তাঁরা জানিয়েছিলেন, হস্টেলে দ্বিতীয় বর্ষের কয়েক জন পড়ুয়া তাঁদের কটূক্তি করেন। যদিও সেই অভিযোগ অস্বীকার করল ‘অভিযুক্ত’ দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা। তাঁদের দাবি, হস্টেলে রুম ছিল না। তাই মানিকতলার হস্টেলে থেকে গিয়েছিলেন। অন্য কোনও উদ্দেশ্য ছিল না।
প্রথম বর্ষের পড়ুয়াদের অভিযোগের ভিত্তিতে দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের একাংশ বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে আনেন। এ-ও অভিযোগ, তাঁরা বিষয়টি নিয়ে সরব হওয়ায় তাঁদের উপরেও চড়াও হয়েছিলেন অভিযুক্তেরা। যদিও ‘অভিযুক্তেরা’ এই সব অভিযোগ মানতে চাননি। পাল্টা দাবি, তাঁদেরই মিথ্যা অভিযোগের ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে।