এক বার ভুল হতে পারে। দুই বা তিন বার হলেও না-হয় ভুল বলে মেনে নেওয়া যায়। কিন্তু তা পর পর ছ’বার হলে সন্দেহ হওয়াই স্বাভাবিক।
গত তিন বছর ধরে কলকাতা বিমানবন্দরে সেই ভুলের শিকার উল্টোডাঙার বাসিন্দা সুবীর সাহা। ২০১৯ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের জুনের মধ্যে বার ছয়েক বিমানবন্দরে গিয়েছেন কাউকে না কাউকে তুলতে বা নামাতে। তাঁর অভিযোগ, প্রতি বারই তাঁর কাছ থেকে কার্যত জোর করে অতিরিক্ত পার্কিং ফি নেওয়া হয়েছে। প্রত্যেক বার তিনি ইমেল মারফত অভিযোগ জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষকে। সব ক্ষেত্রেই অতিরিক্ত সেই ৪০ টাকা পার্কিং ফি ফেরত পাঠানো হয়েছে তাঁকে।
বহুজাতিক সংস্থা থেকে অবসর নেওয়া সুবীরবাবুর দাবি, “প্রতিটি ক্ষেত্রেই জানানো হয়েছে, ভুল করে অতিরিক্ত পার্কিং ফি নেওয়া হয়েছে। আমার না হয় উদ্যোগ, উৎসাহ, সময় ছিল। তাই মেল করে টাকা ফেরত নিয়েছি। টাকার পরিমাণটা তো বড় কথা নয়। এখানে সততার প্রশ্নটা বড়।” তাঁর অভিযোগ, কয়েকশো মানুষ, যাঁরা প্রতিদিন কলকাতা বিমানবন্দরে গিয়ে পার্কিংয়ে গাড়ি রাখছেন, তাঁদের কাছ থেকেও নিশ্চয়ই একই ভাবে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে।