Advertisement
০৯ মে ২০২৪

জামিন অনিন্দ্যের দুই সঙ্গীর

সময়ের মধ্যে আদালতে চার্জশিট পেশ করতে পারেনি পুলিশ। এই যুক্তিতে এ বার তোলাবাজি ও হুমকির মামলায় কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়ের দুই সঙ্গী জামিন পেলেন।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৬ ০০:০৯
Share: Save:

সময়ের মধ্যে আদালতে চার্জশিট পেশ করতে পারেনি পুলিশ। এই যুক্তিতে এ বার তোলাবাজি ও হুমকির মামলায় কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায়ের দুই সঙ্গী জামিন পেলেন।

বুধবার বিধাননগর আদালতে জামিনের আবেদন নিয়ে শুনানি হয়। সল্টলেকের এক ব্যবসায়ীকে হুমকি দেওয়া ও তোলাবাজির ঘটনায় কাউন্সিলর এবং পরে তাঁর দুই সঙ্গী মহম্মদ নাসিম এবং সিন্ধু কুণ্ডুকে গ্রেফতার করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ। তাঁদের আইনজীবীরা এ দিন আদালতে সময় মতো চার্জশিট জমা না পড়ার যুক্তি দেখান। আদালত সেই যুক্তি মেনে জামিন মঞ্জুর করে।

অন্য দিকে পারিবারিক সূত্রে খবর, কাউন্সিলর অনিন্দ্য চট্টোপাধ্যায় জেল থেকে বাড়ি ফিরে অসুস্থ হয়েছেন। বুধবার তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর পরিবারের তরফে জানানো হয়, অনিন্দ্যবাবুর রক্তচাপ বেড়েছে, বুকে সর্দি রয়েছে, জ্বরও রয়েছে। প্রয়োজনে তাঁকে হাসপাতালে ভর্তি করা হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

anindya chatterjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE