আলিপুর চিড়িয়াখানার সামনে হাইট বারে মাথায় ধাক্কা খেয়ে দশমীর রাতে এক ড্রাম শিল্পীর মৃত্যুর ঘটনার তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল মানবাধিকার সংগঠন এপিডিআর। দশমীর রাতে পাড়ার প্রতিমা বিসর্জন দিতে যাচ্ছিলেন বেহালার সেনহাটি দুর্গোৎসব সমিতির সদস্য উৎসব চট্টোপাধ্যায়। লরির মাথায় ছিলেন তিনি। আলিপুর চিড়িয়াখানার কাছে জিরাট সেতুতে লরিটি ওঠার আগে লোহার হাইট বারে মাথায় আঘাত পাওয়ার কারণে মৃত্যু হয় উৎসবের।
এপিডিআরের সাধারণ সম্পাদক রঞ্জিত শূর জানান, তাঁরা শনিবার মুখ্যমন্ত্রীর কাছে ঘটনার তদন্ত দাবি করে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তাঁরা মূলত দু’টি বিষয় তুলে ধরেছেন। প্রথমত, তাঁরা মনে করছেন, দুর্ঘটনার পরে উৎসবকে এসএসকেএমের ট্রমা কেয়ারে নিয়ে গেলেও সেখানে কোনও অভিজ্ঞ চিকিৎসক ছিলেন না। জুনিয়র চিকিৎসক উৎসবের মাথায় রক্তক্ষরণের উৎস খুঁজে নাপাওয়ায় তা বন্ধ হয়নি। তাতেই উৎসবের মৃত্যু হয়েছে। দ্বিতীয় যে বিষয়টি তাঁরা চিঠিতে উল্লেখ করেছেন তা হল, যেখানে দুর্ঘটনা ঘটে, সেখানে পর্যাপ্ত আলো ছিল না। এমনকি, হাইট বারের রিফ্লেক্টরও কাজ করেনি। পুলিশও সেতুতে ওঠার আগে লরি নিয়ন্ত্রণ করেনি। এ ক্ষেত্রে পুলিশ-প্রশাসন ঠিক মতো কাজ করলে দুর্ঘটনা এড়ানো যেত বলেই মনে করছে এপিডিআর। তদন্তের চিঠি তারা কলকাতার নগরপাল এবং স্বাস্থ্য দফতরের প্রধান সচিবের কাছেও পাঠিয়েছে বলে এপিডিআর জানিয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)