Advertisement
২৫ এপ্রিল ২০২৪

উত্তর দমদমে হামলা-তরজা

উত্তর দমদমে সিপিএমের সভা এবং তৃণমূলের মিছিলে হামলা চালানো হয়েছে বলে দু’দলই পরস্পরের বিরুদ্ধে নিমতা থানায় অভিযোগ করেছে।

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০১৬ ০৪:২২
Share: Save:

উত্তর দমদমে সিপিএমের সভা এবং তৃণমূলের মিছিলে হামলা চালানো হয়েছে বলে দু’দলই পরস্পরের বিরুদ্ধে নিমতা থানায় অভিযোগ করেছে। সিপিএমের অভিযোগ, তাদের প্রার্থী তন্ময় ভট্টাচার্যের সমর্থনে মঙ্গলবার পটনা-ঠাকুরতলা মিলনী সঙ্ঘের মাঠের সভায় বক্তৃতা দিচ্ছিলেন কংগ্রেস নেতা কনক দেবনাথ। পাশ দিয়ে যাচ্ছিল তৃণমূলের মিছিল। তখনই সভামঞ্চে ইটপাটকেল ছোড়া হয়। ইটে জখম হন কয়েক জন। এক জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিছু পরে পৌঁছন তন্ময়বাবু। সভা তত ক্ষণে লন্ডভন্ড। রাস্তার আলোয় দাঁড়িয়ে বক্তৃতা দেন তন্ময়বাবু। বলেন, ‘‘হারের ভয়ে তৃণমূল হামলা চালাচ্ছে।’’ তৃণমূলের পাল্টা অভিযোগ, সভামঞ্চ থেকে তাদের মিছিলে হামলা চালানো হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dumdum Attack Brawl
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE