Advertisement
E-Paper

অন্যায় দাবি মানা হবে না, ফের জানাল প্রেসিডেন্সি

পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে হাজিরা-বিধি মানতেই হবে বলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন। তা সত্ত্বেও পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে সেখানকার এক দল পড়ুয়া অনশন চালিয়ে যাচ্ছেন। তাঁদের দাবি, ক্লাসে হাজিরা যত কমই থাক, পরীক্ষায় বসতে দিতেই হবে। উপাচার্য অনুরাধা লোহিয়া অবশ্য রবিবারেও পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এটা পড়ুয়াদের অন্যায় দাবি। তাই কোনও ভাবেই এই দাবি মানা সম্ভব নয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৪ ০২:০৪

পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে হাজিরা-বিধি মানতেই হবে বলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন। তা সত্ত্বেও পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে সেখানকার এক দল পড়ুয়া অনশন চালিয়ে যাচ্ছেন। তাঁদের দাবি, ক্লাসে হাজিরা যত কমই থাক, পরীক্ষায় বসতে দিতেই হবে। উপাচার্য অনুরাধা লোহিয়া অবশ্য রবিবারেও পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এটা পড়ুয়াদের অন্যায় দাবি। তাই কোনও ভাবেই এই দাবি মানা সম্ভব নয়।

প্রেসিডেন্সি সূত্রের খবর, নিয়ম অনুযায়ী ক্লাসে ৭৫ শতাংশ হাজিরা না-থাকলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলে আগেই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। কিন্তু তার পরেও দেখা যায়, অধিকাংশ পড়ুয়ারই ক্লাসে ৭৫ শতাংশ হাজিরা নেই। এই অবস্থায় পরীক্ষা নেওয়াই অসম্ভব হয়ে পড়বে বুঝে কর্তৃপক্ষ নিয়মবিধি কিছুটা শিথিল করে জানান, যে-সব ছাত্রছাত্রীর হাজিরা ৫০ শতাংশ বা তার বেশি, এ বারের মতো তাঁদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হচ্ছে। তার পরেই যাঁরা পরীক্ষায় বসতে পারবেন না, বিশ্ববিদ্যালয়-কর্তৃপক্ষ গত শুক্রবার তাঁদের একটি তালিকা প্রকাশ

করেন। সেই তালিকা দেখেই প্রতিবাদে নেমে পড়েন ছাত্রছাত্রীদের একাংশ। সে-দিন রাত পর্যন্ত উপাচার্যকে ঘিরে বিক্ষোভ-অবস্থানও করেন তাঁরা। কর্তৃপক্ষ অবশ্য হাজিরার নিয়মবিধি আর শিথিল করতে চাননি। শনিবার বিকেলে অনশনে বসেন ওই পড়ুয়ারা। তাঁদের বক্তব্য, ক্লাসে হাজিরার সংখ্যা দিয়ে কোনও মতেই মেধার বিচার চলে না।

শিক্ষামহলের প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ে পড়বেন কিন্তু ক্লাসে যাবেন না পড়ুয়াদের এটা কেমন দাবি? এটা তো চলতে পারে না। তা হলে তো শুধু পরীক্ষার ব্যবস্থা রাখলেই হয়। অন্য কোনও নিয়মের দরকার নেই। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, যে-সব ছাত্রছাত্রীর তালিকা প্রকাশ করা হয়েছে, ৫০ শতাংশ তো দূর অস্ত্‌, তাঁদের অনেকের ৫-১০ শতাংশ উপস্থিতিও নেই। তাই ওই সব ছাত্রছাত্রীর অনশন দ্বিতীয় দিনে পড়লেও কর্তৃপক্ষ তাঁদের সিদ্ধান্ত থেকে সরছেন না।

Presidency University attendence problem kolkata news online kolkata news Attendance mandatory examination student education
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy