Advertisement
২৫ এপ্রিল ২০২৪

অটোর ভাড়া কমল এক টাকা

গত ১৩ জুন সরকারি অটো নীতির খসড়া প্রকাশিত হওয়ার দু’দিনের মধ্যেই নতুন নীতিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এক ধাক্কায় ২ টাকা অটো ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয় উল্টোডাঙা-জোড়াবাগান রুটের অটো ইউনিয়ন।

অবাধ্য: বিধি উড়িয়ে যেমন খুশি চলছে অটো। বুধবার, উল্টোডাঙায়। ছবি: শৌভিক দে

অবাধ্য: বিধি উড়িয়ে যেমন খুশি চলছে অটো। বুধবার, উল্টোডাঙায়। ছবি: শৌভিক দে

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ জুন ২০১৮ ০২:৪৩
Share: Save:

পরিবহণ দফতরের ‘হস্তক্ষেপে’ ১ টাকা ভাড়া কমল উল্টোডাঙা-জোড়াবাগান-লঞ্চঘাট অটো রুটে।

গত ১৩ জুন সরকারি অটো নীতির খসড়া প্রকাশিত হওয়ার দু’দিনের মধ্যেই নতুন নীতিকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এক ধাক্কায় ২ টাকা অটো ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয় উল্টোডাঙা-জোড়াবাগান রুটের অটো ইউনিয়ন।

এই খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে পরিববহণ দফতর। গত সোমবার উত্তর কলকাতার ৪৭টি অটো রুটের ইউনিয়নের কর্তাদের মোটর ভেহিক্‌লস দফতরে ডেকে পাঠানো হয়।

ওই বৈঠকে অটো ইউনিয়নগুলির প্রতিনিধিদের কাছে ভা়ড়া বাড়ানো নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ক্ষোভের সঞ্চার হওয়ার বার্তা পৌঁছে দেওয়া হয়। এর পরেই তড়িঘড়ি ওই রুটে ভাড়া ১ টাকা কমাতে সম্মত হন সংশ্লিষ্ট রুটের ইউনিয়নের নেতারা। বর্ধিত ভাড়া নেওয়া বন্ধ করার কথাও জানান তাঁরা।

ওই রুটের অটো ইউনিয়নের সভাপতি বিজয় ওঝা বলেন, “এক টাকা ভাড়া বাড়ছে। নতুন ভাড়ার তালিকা বৃহস্পতিবার সব অটোয় টাঙানো হবে।” উত্তর কলকাতার অটো ইউনিয়নের নেতারা তাঁদের পরিবহণ দফতরে ডেকে পাঠানোর ঘটনার সত্যতা স্বীকার করলেও পরিবহণ দফতরের আধিকারিকরা অবশ্য সরকারি ভাবে বৈঠকের কথা মানতে চাননি। এক কর্তা জানান অটো চালকদের সঙ্গে কিছু বিষয় নিয়ে আলোচনা হয়।

অটোর ভাড়া বৃদ্ধি নিয়ে পরিবহণ মন্ত্রী অবশ্য আগেই জানিয়েছিলেন সরকার অটোর ভাড়া নিয়ন্ত্রণ করে না। তবে শেষ পর্যন্ত অটো চালকদের ‘সম্বিত’ ফেরায় খুশি পরিবহণ দফতর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Auto fare Transportation Fare Reduced
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE