Advertisement
০১ মে ২০২৪

তিন মাস যান বন্ধ বালি ব্রিজে

অবশেষে শুরু হচ্ছে বালি ব্রিজের মেরামতি। ক্রবার থেকে তিন মাসের জন্য ব্রিজের দক্ষিণেশ্বরমুখী লেনে মেরামতি চলবে। রেলের সঙ্গে যৌথ উদ্যোগে কাজটি করবে পূর্ত দফতর।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ জুলাই ২০১৬ ০০:৪০
Share: Save:

অবশেষে শুরু হচ্ছে বালি ব্রিজের মেরামতি। ক্রবার থেকে তিন মাসের জন্য ব্রিজের দক্ষিণেশ্বরমুখী লেনে মেরামতি চলবে। রেলের সঙ্গে যৌথ উদ্যোগে কাজটি করবে পূর্ত দফতর। মেরামতি কাজের জন্য যানবাহন নিবেদিতা সেতু দিয়ে দক্ষিণেশ্বরের দিকে পাঠানো হবে। পূর্ত দফতর সূত্রে খবর, বালি ব্রিজের দক্ষিণেশ্বরের দিকে যাওয়ার ৮৮০ মিটার লম্বা এবং সাড়ে ৭ মিটার চওড়া (এর মধ্যে ফুটপাথ ২ মিটার) লেনটির কংক্রিটের আস্তরণের নীচে রয়ে‌ছে ১১টি এক্সপ্যানশন জয়েন্ট। তার ৭টির অবস্থাই বেহাল। জয়েন্টের নিচে থাকা টার্ফ প্লেটগুলি বহু পুরনো। রেল টার্ফ প্লেট পরিবতর্ন করে দেওয়ার পরে পূর্ত দফতর এক্সপ্যানশন জয়েন্ট বদল-সহ অন্য কাজ করবে। হাওড়া সিটি পুলিশের ডেপুটি কমিশনার(ট্রাফিক) সুমিত কুমার জানান, লেনটি বন্ধ থাকায় সিদ্ধান্ত হয়েছে ডানকুনির দিক থেকে আসা বাস এবং জরুরি পরিষেবার কাজে ব্যবহৃত ছোট গাড়িগুলিকে বালি হল্টের সামনে থেকে নিবেদিতা সেতুতে তুলে দেওয়া হবে। বালি হল্টের কাছে দুই নম্বর জাতীয় সড়ক ও নিবেদিতা সেতুর সংযোগকারী রাস্তা হয়েছে। অন্য গাড়ি নিবেদিতা সেতুর রাজচন্দ্রপুর টোল পার করে দক্ষিণেশ্বরের দিকে যাবে। সুমিতবাবু জানান, বালি ব্রিজের দক্ষিণেশ্বর থেকে বালি আসার রাস্তাটি খোলা থাকছে। সেখান দিয়েই মোটরবাইক ও অটো-সহ তিন টাকার গাড়ি বালি থেকে দক্ষিণেশ্বরে যেতে পারবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

bally bridge
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE