Advertisement
১৮ মে ২০২৪

খালের জলে বাতিল নোট ঘিরে চাঞ্চল্য

সকালে বাগজোলা খালপাড়ে গিয়ে অনেকেরই চোখে পড়েছিল দৃশ্যটা। দেখে তাজ্জব বনে গিয়েছিলেন তাঁরা। দেখা যায়, খালের জলে ভাসছে বাতিল হওয়া কয়েক গোছা ১০০০ এবং ৫০০ টাকার নোট।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৬ ০২:৩৫
Share: Save:

সকালে বাগজোলা খালপাড়ে গিয়ে অনেকেরই চোখে পড়েছিল দৃশ্যটা। দেখে তাজ্জব বনে গিয়েছিলেন তাঁরা। দেখা যায়, খালের জলে ভাসছে বাতিল হওয়া কয়েক গোছা ১০০০ এবং ৫০০ টাকার নোট। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই টাকা উদ্ধার করে। জানা গিয়েছে, ওই বান্ডিলের মধ্যে ৬০টি ৫০০ টাকার নোট ও ৬৫টি হাজার টাকার নোট ছিল। সব মিলিয়ে ৯৫ হাজার টাকা।

বুধবার সকালে নিউ টাউন থানার গৌরাঙ্গ নগরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ, এই টাকা সিন্ডিকেটের। কারণ, গৌরাঙ্গ নগরে শুধু সিন্ডিকেটের টাকার বখরাকে কেন্দ্র করেই বিধানসভা নির্বাচনের আগে খুন হয়েছিলেন তৃণমূল কর্মী তথা সিণ্ডিকেট নেতা সঞ্জয় রায় ওরফে বুড়ো। ওই ঘটনায় গ্রেফতার হওয়া তৃণমূলের প্রাক্তন যুব নেতা বাবাই বিশ্বাসেরও এক সময়ের খাস তালুক ছিল এই গৌরাঙ্গ নগর। বাবাই আবার এক সময়ে রাজারহাটের সিন্ডিকেট ব্যবসারও অন্যতম চাঁই ছিলেন।

শনিবার বাগুইআটির সরকার বাগানে রাস্তায় প্লাস্টিকের ব্যাগে ১৫ হাজার টাকা মূল্যের বাতিল নোট কুড়িয়ে পেয়েছিলেন এক সাফাইকর্মী। তারও আগে, নোট বাতিল ঘোষণা হওয়ার দিন কয়েকের মধ্যেই বাগুইআটির জ্যাংড়া থেকে ১২ লক্ষ ২৫ হাজার টাকার বাতিল নোট আটক করেছিল পুলিশ। তবে বাগজোলা খালে এই টাকা কে বা কারা ফেলে গেল, জানা যায়নি। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Banned notes Cannal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE