Advertisement
২০ এপ্রিল ২০২৪

ফের ‘মার’ ধর্মঘটীদের

মঙ্গলবার দমদম রোড ও দমদম ক্যান্টনমেন্টে ধর্মঘট সফল করতে নেমে মার খেয়েছিল সিপিএম।

মঙ্গলবার দমদম রোড ও দমদম ক্যান্টনমেন্টে ধর্মঘট সফল করতে নেমে মার খেয়েছিল সিপিএম। —ফাইল চিত্র।

মঙ্গলবার দমদম রোড ও দমদম ক্যান্টনমেন্টে ধর্মঘট সফল করতে নেমে মার খেয়েছিল সিপিএম। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০১৯ ০১:৫৭
Share: Save:

বামেদের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনেও দমদমে গোলমাল বাধানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। স্থানীয় সূত্রের খবর, বুধবার দুপুর ১টা নাগাদ ধর্মঘটের সমর্থনে নাগেরবাজারে একটি হাসপাতাল সংলগ্ন উড়ালপুলের নীচে জমায়েত করেছিলেন কয়েক জন মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ। সে সময়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর অভিজিৎ মিত্রের অনুগামীরা তাঁদের উপরে চড়াও হয় বলে অভিযোগ।

আক্রান্ত এক মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ রণেশ দাস জানান, ওষুধে জিএসটি প্রত্যাহার-সহ এই ধর্মঘটে তাঁদেরও কিছু দাবি রয়েছে। তারই সমর্থনে ব্যাজ পরে তাঁরা বসেছিলেন। আচমকা একদল যুবক তাঁদের তাড়া করে কিল, চড়, ঘুসি মারে। আরও অভিযোগ, মার খান শঙ্কর ঘোষ নামে সিপিএমের এক কর্মীও। যদিও অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর বলেন, ‘‘এমন কিছু ঘটেছে বলে জানা নেই।’’

মঙ্গলবার দমদম রোড ও দমদম ক্যান্টনমেন্টে ধর্মঘট সফল করতে নেমে মার খেয়েছিল সিপিএম। তার প্রতিবাদে এ দিন দু’জায়গাতেই মিছিল করে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Strike CPM Bharat Bandh 2019 TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE