একটি ব্লকের বেশির ভাগ বাড়িতে জল সরবরাহ স্বাভাবিক। অথচ, কয়েকটি লেনের একাধিক বাড়িতে জল নেই। কোথাও জল এলেও অপর্যাপ্ত।
একাধিক বার এমন অভিযোগ পেয়ে পরিস্থিতি খতিয়ে দেখার কাজ শুরু করেছিল বিধাননগর পুরসভা। কিন্তু, জল সরবরাহ ব্যবস্থাপনায় কোনও কারিগরি ত্রুটি বা কর্মীদের গাফিলতি ধরা পড়েনি। শেষে বিস্তারিত খোঁজ চালিয়ে পুর কর্তৃপক্ষ জানতে পারেন, একটি বাড়িতে ফেরুল থেকে অতিরিক্ত জল নেওয়ার ব্যবস্থা করা হয়েছে! এর ফলে, আশপাশের বাড়িতে জল গিয়েছে কমে।
এর পরে সংশ্লিষ্ট বাসিন্দাকে মৌখিক ভাবে সতর্ক করে পুরসভা। কিন্তু তার পরেও আরও বেশ কিছু জায়গা থেকে একই ধরনের অভিযোগ জমা পড়ে পুরসভায়। অন্তত ২০-২৫টি বাড়ির ক্ষেত্রে দেখা যায়, একই কায়দায় ফেরুল থেকে অতিরিক্ত জল নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এর পরেই পুর কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নেন। পুরসভা সূত্রের খবর, সম্প্রতি পুরপ্রতিনিধিদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ফেরুল থেকে অতিরিক্ত জল টেনে নেওয়ার এমন অভিযোগ জমা পড়লে ৩০ হাজার টাকা পর্যন্ত জরিমানা আদায়ের পথে যেতে পারে পুরসভা।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, অতিরিক্ত জল নেওয়ার প্রবণতা বন্ধ করতে নজরদারির কাজে যুক্ত করা হোক স্থানীয় আবাসিক সমিতিগুলিকে। তাঁদের প্রশ্ন, একাংশের এমন অনৈতিক কাজের জন্য অন্যেরা কেন দুর্ভোগ পোহাবেন?
পুরসভার জল সরবরাহ বিভাগের মেয়র পারিষদ তুলসী সিংহরায় জানান, পাম্প বসিয়ে ফেরুল থেকে অতিরিক্ত জল নেওয়ার অভিযোগ এসেছে একাধিক জায়গা থেকে। ২০-২৫টি ক্ষেত্রে সেই অভিযোগের সত্যতাও পাওয়া গিয়েছে। সেই পরিস্থিতি স্বাভাবিক করতে পুরসভার অযথা অর্থ ব্যয় হচ্ছে। তাই এমন পদক্ষেপের সিদ্ধান্ত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)