মহিলাদের সুরক্ষায় বিশেষ বাহিনী তৈরি করে নজরদারির কাজ শুরু করেছে বিধাননগর পুলিশ। মহিলারা রাস্তায় বেরিয়ে বিপদে পড়লে যাতে যোগাযোগ করতে পারেন, তার জন্য একটি ফোন নম্বরও দিয়েছে পুলিশ। গত কয়েক দিনে সেই নম্বরে মহিলারা যোগাযোগও করেছেন বলে জানা গিয়েছে।
বিধাননগর কমিশনারেট সূত্রের খবর, প্রতিটি থানা এলাকাতেই তিনটি মোটরবাইকে চেপে টহল দিচ্ছেন মহিলা পুলিশকর্মীরা। মহিলা পুলিশের একটি বিশেষ দল কেন্দ্রীয় ভাবেও নজরদারি চালাচ্ছে। বিশেষ নজর রাখা হচ্ছে তথ্যপ্রযুক্তি শিল্পতালুকে। তবে ফোন নম্বরটি এখনও হয়তো সকলের জানা নেই। বিভিন্ন জনবহুল এলাকায় সেই নম্বর (৭০৪৪২২২৩৩৩) লেখা বোর্ড লাগানো হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই ওই নম্বরে কয়েকটি ফোন এসেছে। তার মধ্যে একটি ফোন এসেছিল পাঁচ নম্বর সেক্টর থেকে। রাতে বেরিয়ে বাস পাচ্ছিলেন না এক মহিলা। সুনসান রাস্তায় একা একটু ভয় পাচ্ছিলেন তিনি। ফোন পেয়ে পুলিশ দ্রুত সেখানে গিয়ে তাঁকে বাস ধরিয়ে দেয়। তবে পারিবারিক অশান্তি নিয়েই বেশি ফোন আসছে। এখনও পর্যন্ত কটূক্তি বা যৌন হেনস্থা নিয়ে কোনও অভিযোগ অবশ্য আসেনি। বিধাননগর কমিশনারেট এলাকার বাইরে থেকেও কিছু ফোন এসেছে। সেগুলি এলাকা অনুযায়ী সংশ্লিষ্ট পুলিশ-প্রশাসনকে জানিয়ে দেওয়া হচ্ছে। অনেকে আবার নম্বরটি সচল রয়েছে কি না তা পরীক্ষার জন্যও ফোন করছেন।