ডেঙ্গির প্রতিবাদে বিজেপির ডাকা পুরসভা অভিযানকে কেন্দ্র করে সোমবার দুপুরে ধুন্ধুমার বাধল হাওড়া পুরসভার সামনে। হুড়োহুড়ি ধাক্কাধাক্কি এবং পুলিশের মৃদু লাঠির আঘাতে মহিলা-সহ কয়েক জন আন্দোলনকারী আহত হন। অভিযোগ, বিক্ষোভকারীরা পুলিশের তৈরি করা একটি ফেন্সিং ভেঙে ফেলেন। পুলিশ লাঠি উঁচিয়ে তাড়া করলে তাঁরা পালিয়ে যান। পরে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
গত সোমবারই নাগরিক মঞ্চের নামে বিজেপির একটি শাখা ডেঙ্গির প্রতিবাদে পুরসভা অভিযান করেছিল। এ দিনের কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু, জেলা সভাপতি (সদর) সুরজিৎ সাহা-সহ অনেকে।
বিজেপির অভিযোগ, হাওড়ায় ডেঙ্গি মহামারীর আকার নিয়েছে। মানুষ মারা যাচ্ছেন। অথচ ডেঙ্গি নিয়ন্ত্রণে পুরসভা নির্বিকার।