Advertisement
১৮ মে ২০২৪

ফের বেহালায় বোমাবাজির অভিযোগ

ফের শাসক দলের বিরুদ্ধে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ উঠল বেহালায়। শনিবার রাতে কৈলাস পণ্ডিত লেনের বাসিন্দা, ‘আক্রান্ত আমরা’র সদস্য শৈবাল মজুমদারের বাড়ির সামনে বোমাবাজি হয় বলে অভিযোগ ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ মে ২০১৬ ০৩:৩৮
Share: Save:

ফের শাসক দলের বিরুদ্ধে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ উঠল বেহালায়। শনিবার রাতে কৈলাস পণ্ডিত লেনের বাসিন্দা, ‘আক্রান্ত আমরা’র সদস্য শৈবাল মজুমদারের বাড়ির সামনে বোমাবাজি হয় বলে অভিযোগ । শৈবালবাবু বেহালা (পূর্ব) কেন্দ্রের নির্দল প্রার্থী অম্বিকেশ মহাপাত্রের নির্বাচনী এজেন্ট ছিলেন। তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।

শৈবালবাবুর অভিযোগ, ওই রাতে দু’টি বোমার আওয়াজ শুনে তিনি ও তাঁর স্ত্রী এসে দেখেন, বাইকে চেপে দু’জন চলে যাচ্ছে। রবিবার থানায় দায়ের করা অভিযোগে শৈবালবাবু বলেন, ‘‘বিরোধী প্রার্থীর এজেন্ট হওয়ায় ভোটের আগে থেকেই তৃণমূলের তরফে হুমকি দেওয়া হচ্ছে। ২০১১-য় বাড়ির দেওয়ালে লিখতে না দেওয়ায় আমাদের আক্রমণ করেছিল তৃণমূল।’’ এ দিন ঘটনাস্থল থেকে পুলিশ শুধু দু’টি চকোলেট বোমার নমুনা পেয়েছে। অম্বিকেশবাবু বলেন, ‘‘ভোটের আগের দিন থেকেই বেহালায় শাসক দলের তরফে সন্ত্রাস চালানো হচ্ছে।’’ অভিযোগ অস্বীকার করে বেহালা (পূর্ব) কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভন চট্টোপাধ্যায় বলেন, ‘‘শৈবাল মজুমদারের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা চলছে। এই অভিযোগের সঙ্গে বাস্তবের মিল নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Behala Bombs TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE