Advertisement
২৭ এপ্রিল ২০২৪

তীব্র গতিতে গাড়ি চালিয়ে দুর্ঘটনা, মৃত্যু

বেপরোয়া ভাবে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল এক যুবকের। আহত হলেন ওই গাড়িরই চার আরোহী এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা অন্য একটি গাড়ির আরও দুই আরোহী। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে বাগুইআটি থানা এলাকার ভিআইপি রোডের তেঘরিয়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কুশল কীর্তি সাউ (২৯)। আহত ছ’জন ওই এলাকারই বিভিন্ন হাসপাতালে ভর্তি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০১৪ ০০:০৭
Share: Save:

বেপরোয়া ভাবে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল এক যুবকের। আহত হলেন ওই গাড়িরই চার আরোহী এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা অন্য একটি গাড়ির আরও দুই আরোহী। শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে বাগুইআটি থানা এলাকার ভিআইপি রোডের তেঘরিয়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম কুশল কীর্তি সাউ (২৯)। আহত ছ’জন ওই এলাকারই বিভিন্ন হাসপাতালে ভর্তি।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এ দিন ভোর ৩টে ১০ নাগাদ বিমানবন্দর থেকে ভিআইপি রোড দিয়ে কলকাতার দিকে প্রচণ্ড গতিতে যাচ্ছিল গাড়িটি। তেঘরিয়া মোড় পেরোনোর সময়ে হঠাত্‌ই সামনে একটি মোটরসাইকেল চলে আসে। সেটিকে বাঁচাতে গিয়ে গাড়িটি প্রথমে জোরে ব্রেক কষে। তা সত্ত্বেও গাড়ি নিয়ন্ত্রণে না আসায় সামনের একটি দুধের গাড়িকে ধাক্কা মেরে ডিভাইডারে উঠে যায় সেটি। সেখানে দুই ব্যক্তি দাঁড়িয়ে দুধ ওঠানো-নামানো করছিলেন। গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন তাঁরাও।

প্রচণ্ড জোরে শব্দ হওয়ায় ছুটে আসেন আশপাশের লোকজন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি এতটাই ক্ষতিগ্রস্ত ছিল যে, প্রথমে তার ভিতর থেকে আহত যাত্রীদের বার করে আনতে সমস্যা হচ্ছিল। ঘটনাস্থলে যায় বাগুইআটি থানার পুলিশ। পুলিশ ও সাধারণ মানুষ মিলে রক্তাক্ত অবস্থায় গাড়ির ভিতর থেকে পাঁচ জনকে বার করেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়। তাঁদেরই এক জনের মৃত্যু হয়। রাস্তা থেকে তুলে আহত অন্য দু’জনকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জেনেছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির আরোহীদের বাড়ি জামশেদপুরে। ব্যবসার সূত্রে তারা কলকাতাতেই থাকত।

বিধাননগর কমিশনারেটের যুগ্ম কমিশনার সন্তোষ নিম্বলকর বলেন, “দুর্ঘটনায় আহতদের চিকিত্‌সা চলছে। তাঁরা সুস্থ হলে বাকি তথ্য জানার চেষ্টা করা হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE