‘অপহরণ’, ধৃত ৩
নিজস্ব সংবাদদাতা
এক শিশুকে অপহরণের অভিযোগে গ্রেফতার হল তিন জন। পুলিশ জানায়, ১৫ ফেব্রুয়ারি শেখ কায়েশ নামে তিন বছরের এক শিশু নিখোঁজ হয়। তার বাবা শেখ রজ্জাক অভিযোগ করেন, পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে তিনি ফোন পেয়েছিলেন। ১৭ ফেব্রুয়ারি অপহরণকারীরা রজ্জাককে প্রথমে শিয়ালদহ ও পরে ডায়মন্ড হারবার স্টেশনে ডাকে। রজ্জাকের সঙ্গে মহেশতলা থানার কয়েক জন পুলিশকর্মীও যান। স্থানীয় একটি হোটেল থেকে অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শিশুটির সঙ্গে কথা বলে কিছু সূত্র মেলে। তার ভিত্তিতেই তিন জনকে ধরা হয়। চক্রের মূল পাণ্ডা অধরাই।
রাজারহাটের তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তর বাবার শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত
মুকুল রায় এবং তাঁর ছেলে শুভ্রাংশু রায়। রবিবার সল্টলেকে স্নেহাশিস ভট্টাচার্যের তোলা ছবি।