Advertisement
২০ এপ্রিল ২০২৪
books

বই পড়াতে জুড়ছে দুই গ্রন্থাগার

ই-বুকের মাধ্যমেও ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরির বই পড়ার সুযোগ মিলবে।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২০ ০২:০৭
Share: Save:

ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরির বইয়ের সম্ভার রাজ্যের বইপ্রেমীদের কাছে পৌঁছে দিতে তাদের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে নিউ টাউন গ্রন্থাগার। চলতি মাসে হিডকোর বৈঠকে এই পরিকল্পনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়

হিডকো সূত্রের খবর, প্রাথমিক পর্যায়ে দু’পক্ষের কথাবার্তার পরে অক্টোবরে এই পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা চলছে। ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরির সঙ্গে এই চুক্তি হলে বইপ্রেমীরা আরও নানা স্বাদের বই পড়ার সুযোগ পাবেন নিউ টাউনের গ্রন্থাগারে। হিডকো সূত্রের খবর, আরও কয়েকটি দেশের কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গেও ভবিষ্যতে এই গ্রন্থাগারকে জুড়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

নিউ টাউনের নজরুল তীর্থের দু’টি তলে থাকা ওই গ্রন্থাগারে একটি আলাদা জায়গায় ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরির তিনশোটি বই রাখা হবে। পাশাপাশি, ই-বুকের মাধ্যমেও ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরির বই পড়ার সুযোগ মিলবে। এ ছাড়া ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি আলোচনাসভা, কর্মশালা থেকে শুরু করে ভাষাশিক্ষা, কর্মসংস্থানকেন্দ্রিক আলোচনার আয়োজন করে। সে সবের সঙ্গেও যুক্ত হতে পারবে নিউ টাউন গ্রন্থাগার। এই গ্রন্থাগারেও প্রযুক্তিকে ব্যবহার করে বই পড়া থেকে কর্মসংস্থান, ভাষা শিক্ষার নানা ব্যবস্থা করা হয়েছে। হিডকোর এক শীর্ষ কর্তা জানান, ব্রিটিশ কাউন্সিলের বইয়ের সম্ভার উচ্চমানের। এর ফলে রাজ্যের বইপ্রেমীদের কাছে সেই সম্ভার পৌঁছে দেওয়া সম্ভব হবে। হিডকো সূত্রের খবর, পুজোর আগেই এই পরিকল্পনা কার্যকর করে বইপ্রেমীদের নাগালে সেই সব বই পৌঁছে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Library Books British Council
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE