বিরাটির পুড়ে যাওয়া যদুবাবুর বাজার নতুন ভাবে গড়ে তোলা হবে এক মাসের মধ্যে। সেই কাজ করবে উত্তর দমদম পুরসভা। বুধবার এই কথা জানিয়েছেন উত্তর দমদম পুর কর্তৃপক্ষ। পুরসভা সূত্রের খবর, নথিভুক্ত দোকান ছাড়াও আরও কত দোকান বাজারে ছিল, সেই বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী সমিতিকে তথ্য দিতে বলা হয়েছে। প্রয়োজনীয় নথি পুরসভায় জমা দিতে বলা হয়েছে দোকানদারদের। উল্লেখ্য, সোমবার গভীর রাতের আগুনে ভস্মীভূত হয় ওই বাজারের ১৮৯টি দোকান।
বুধবার সকাল থেকে বিরাটি রেল স্টেশন সংলগ্ন যদুবাবুর বাজারের ধ্বংসাবশেষ সরাতে শুরু করেছেন পুরকর্মীরা। এক পুরকর্তা জানান, আগে ব্যবসায়ীরা বাজারে যেমন ভাবে বসতেন, সে ভাবে আর বসা যাবে না। এ বার দোকান পাকা হবে, থাকবে টিনের ছাউনি। জল, অগ্নি-নির্বাপণ ব্যবস্থা, গুদাম ও উপযুক্ত নিকাশি ব্যবস্থা গড়ে তোলা হবে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই কাজে তাঁর বিধায়ক তহবিল থেকে ৫৫ লক্ষ টাকা দেওয়ার কথা ইতিমধ্যেই জানিয়েছেন। ব্যবসায়ীদের বক্তব্য, মঙ্গলবার পুর কর্তৃপক্ষের সঙ্গে তাঁরা পর্যালোচনা করেছেন। নতুন বাজার তৈরির ক্ষেত্রে বিভিন্ন দাবিদাওয়া রেখেছেন। উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস জানান, ২৫-৩০ দিনের মধ্যে বাজার তৈরির কাজ শেষ করার চেষ্টা চলছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)