জোড়াসাঁকোর কলুটোলার রবীন্দ্র সরণিতে রবিবার এক বৃদ্ধের গলার নলি কাটা দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম খুরশিদ আলম (৭০)। তাঁর একটি কাঠের গোলা রয়েছে। পুলিশ জানিয়েছে, এ দিন সকালে ওই দোকানেরই এক কর্মচারী খুরশিদ আলমকে ডাকতে যান। তিনি গিয়ে দেখেন দরজা হালকা করে ভেজানো। দরজায় ধাক্কা দিতেই দেখেন তাঁর মালিক গলার নলি কাটা অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন। তত্ক্ষণাত্ তিনি আশপাশের লোকজনকে ডাকেন। খবর দেওয়া হয়ে পুলিশেও। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ব্যবসায়িক শত্রুতার জেরে খুন করা হয়েছে ওই বৃদ্ধকে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভাইয়ের সঙ্গে দীর্ঘ দিন ধরেই পারিবারিক বিবাদ ছিল খুরশিদ আলমের। ঘটনার সময় কেউই বাড়িতে ছিলেন না। খুরশিদের চার ছেলে। তিন জন অন্য জায়গায় থাকলেও, ছোট ছেলে আমানত আলি তাঁর সঙ্গেই কলুটোলার বাড়িতে থাকতেন। আমানত কয়েক দিন আগেই অজমেঢ় শরিফে ঘুরতে গিয়েছেন। বাবার মৃত্যুর খবর পেয়েই বাকি তিন ছেলে সেই বাড়িতে ছুটে আসেন। তাঁদের অভিযোগ, বাবার সম্পত্তির উপর নজর ছিল তাঁদের কাকা আরমান আলি। দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। বছরখানের আগে খুরশিদ আলম পুলিশের কাছে এই নিয়ে একটি অভিযোগও দায়ের করেন। এই ঘটনার সঙ্গে মৃতের ভাই জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন:মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ১৭