তদন্তে গাফিলতির দায়ে অভিযুক্ত গল্ফ গ্রিন থানার তদন্তকারী অফিসারকে ব্যক্তিগত ভাবে আদালতে হাজির হয়ে নিজের কাজের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, ‘‘কলকাতা পুলিশের অন্তর্গত এলাকায় দক্ষতার সঙ্গে কাজ করতে না পারলে বদলি নিয়ে রাজ্য পুলিশে চলে যান।’’ কাল, শুক্রবার মামলার পরবর্তী শুনানিতেই ওই অফিসারকে হাজির হতে নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ।
গল্ফ গ্রিনের এক বাসিন্দাকে মারধরের মামলায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। মামলাকারীর আইনজীবীর অভিযোগ, এলাকার দুই দুষ্কৃতী তাঁর মক্কেলের ছেলেকে মারধর করেছিল। গুরুতর আহত অবস্থায় শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকেন ওই তরুণ। তাঁর শরীরের বাঁ দিক অসাড় হয়ে গিয়েছিল। পুলিশের কাছে অভিযোগ করলেও তদন্তকারী অফিসার ঠিক তথ্য না দেওয়ায় নিম্ন আদালত থেকে জামিন পেয়েছে অভিযুক্তেরা। আইনজীবীর অভিযোগ, গুরুতর আঘাতের বদলে আহত তরুণের শরীরে
সামান্য ক্ষত আছে বলে উল্লেখ করেছেন তদন্তকারী অফিসার।
এ দিন মামলার শুনানিতে সরকারি কৌঁসুলির উদ্দেশে বিচারপতি প্রশ্ন করেন, ‘‘মেডিক্যাল রিপোর্ট দেওয়া হয়নি কেন? আপনার পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করুন, মেডিক্যাল রিপোর্ট সংক্রান্ত তথ্য বা সাক্ষীদের বক্তব্য নেওয়া হয়নি কেন?’’ তদন্তকারী অফিসার কোর্টে এসে ব্যাখ্যা না দিলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন বিচারপতি।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)