পূর্ব কলকাতা জলাভূমি দখল করে বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় জলাভূমি কর্তৃপক্ষের চিফ টেকনিক্যাল অফিসার (সিটিও)-কে হাজিরার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ, ২২ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানিতে সিটিও-কে ভার্চুয়ালি হাজিরা দিতে হবে এবং বেআইনি নির্মাণ চিহ্নিতকরণ ও তার বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে, তা ছক আকারে উল্লেখ করে বিস্তারিত রিপোর্ট দিতে হবে।
জলাভূমি দখলমুক্ত করতে কী পদক্ষেপ করা হয়েছে, সেই বিষয়ে অগ্রগতির রিপোর্ট তলব করেছিল আদালত। বুধবার রাজ্য সেই রিপোর্ট দিলেও বাড়তি সময়ের আবেদন করেন জলাভূমি কর্তৃপক্ষের আইনজীবী। যার পরিপ্রেক্ষিতে বিচারপতি বলেন, ‘‘এক বছরের বেশি হতে চললেও এখনও বেআইনি নির্মাণ চিহ্নিতকরণ হয়নি। কর্তৃপক্ষ যত দেরি করবেন, তত বেশি অবৈধ নির্মাণ হবে। কবে বেআইনি নির্মাণ ভাঙার কাজ সম্পূর্ণ করে জলাভূমি পুনরুদ্ধার করা হবে?’’
জলাভূমি কর্তৃপক্ষের আইনজীবী জানান, তাঁদের অফিস স্থানান্তরিত হওয়ার জন্য রিপোর্ট জমা দিতেদেরি হচ্ছে। সেই যুক্তিতে উষ্মা প্রকাশ করে বিচারপতি বলেন, ‘‘কর্তৃপক্ষ কাজ না করলে আদালতকেহস্তক্ষেপ করতে হবে। আদালত অনেক ধৈর্য ধরেছে, সেটিকে সহানুভূতি ভাববেন না। কিছু পদক্ষেপ করুন, বেআইনি নির্মাণ ভাঙুন। আদালত দেখতে চায় কার্যকর পদক্ষেপকরা হয়েছে, জলাভূমি পুনরুদ্ধার হয়েছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)