বৃদ্ধ বাবা-মায়ের ভরণপোষণের বিরুদ্ধে আর্জি জানাতে এসে কলকাতা হাই কোর্টে রীতিমতো বিপাকে পড়লেন ছেলে! বুধবার ওই মামলায় বিচারপতি অমৃতা সিংহের
নির্দেশ, ২৪ ঘণ্টার মধ্যে ভরণপোষণের বকেয়া টাকা বাবা-মায়ের অ্যাকাউন্টে জমা দিতে হবে। বিচারপতির মন্তব্য, ‘‘টাকা জমা না পড়লে মামলাকারীর বেতন বন্ধের নির্দেশ দেব।’’ আদালতের খবর, দু’মাসের ভরণপোষণের খরচ বাবদ মোট ১৬ হাজার টাকা বকেয়া আছে। টাকা জমা পড়েছে কিনা, সেই সংক্রান্ত রিপোর্ট আজ, বৃহস্পতিবার মামলাকারীর আইনজীবীকে কোর্টে পেশ করতে হবে।
কেন্দ্রীয় বাহিনীতে কর্মরত, নদিয়ার তাহেরপুরের এক বাসিন্দা বিচারপতি সিংহের এজলাসের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর আইনজীবীর অভিযোগ, ভরণপোষণ এবং পারিবারিক কল্যাণ সংক্রান্ত ট্রাইবুনাল ছেলের বক্তব্য না শুনেই বাবা-মাকে মাসে আট হাজার টাকা করে ভরণপোষণ বাবদ দিতে নির্দেশ দিয়েছে। আরও অভিযোগ, ছেলে এবং পুত্রবধূকে মারধর করেন বাবা-মা। যদিও ছেলে বাবা-মাকে জমি কিনে দিয়েছেন, কেন্দ্রীয় সরকারি চাকরিজীবীদের জন্য স্বাস্থ্য প্রকল্প থেকে ওষুধ ও চিকিৎসার খরচও পাইয়ে দেন। তার পরেও ছেলের সম্পত্তি দখল করার ষড়যন্ত্র করছেন বাবা-মা। মক্কেলের বিরুদ্ধে ওঠা অভিযোগও অস্বীকার করেন ওই বৃদ্ধ দম্পতির ছেলের আইনজীবী।
যদিও ওই বৃদ্ধ দম্পতির আইনজীবী সপ্তর্ষিকুমার কুণ্ডু আদালতে জানান, মামলা হাই কোর্টে বিচারাধীন, এই যুক্তিতে ট্রাইবুনালের নির্দেশ সত্ত্বেও ভরণপোষণের টাকা দিতে নারাজ ছেলে। দু’পক্ষের বক্তব্য শুনে রীতিমতো উষ্মা প্রকাশ করে বিচারপতি অমৃতা সিংহ ছেলের উদ্দেশে বলেন, ‘‘আপনি ছেলে হয়ে নিজের বাবা-মায়ের মাসিক খরচ বহন করবেন না? কবে টাকা দেবেন? আপনি বিএসএফ-এ কর্মরত। আপনার এমন আচরণ
শোভা পায় না।’’ এর পরেই বিচারপতি ২৪ ঘণ্টার মধ্যে দু’মাসের ভরণপোষণের বকেয়া খরচ মিটিয়ে দিতে বলেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)