বেআইনি নির্মাণের জন্য হাওড়ার এক প্রোমোটারকে এক কোটি টাকা জরিমানা করেছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ। সেই জরিমানার টাকা জমা না দেওয়ায় সোমবার পুলিশকে বিচারপতির নির্দেশ, ওই ব্যক্তিকে ধরে এনে ১৮ এপ্রিলের মধ্যে আদালতের সামনে হাজির করাতে হবে। প্রসঙ্গত, এর আগে জরিমানার টাকা দিতে ওই প্রোমোটার তাঁর অক্ষমতার কথা জানানোয় বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, ওই বিতর্কিত বহুতলের জমির দলিল আদালতে জমা রাখতে হবে। আদালতের খবর, সেই নির্দেশ পালন করেননি সংশ্লিষ্ট প্রোমোটার।
হাওড়ার কালীপ্রসাদ চক্রবর্তী লেনে বেআইনি বহুতল নির্মাণ করে ফ্ল্যাট বিক্রি করেছিলেন ওই প্রোমোটার। আবাসন নিয়ে মামলা হওয়ায় জানা যায় যে, সেটি বেআইনি। বহুতল ভাঙার সঙ্গে তখনই জরিমানার নির্দেশ দেন বিচারপতি।
এ দিকে, এ দিনই কলকাতার বেলেঘাটা এলাকায় একটি বেআইনি নির্মাণ খালি করে দিতে কলকাতার নগরপাল এবং বেলেঘাটা থানাকে নির্দেশ দিয়েছেন বিচারপতি সিংহ। কোনও রকম অনুমোদন
ছাড়াই ওই বহুতল নির্মাণ করে ফ্ল্যাট বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ। ভাঙার আগে বেআইনি বহুতলটি খালি করে দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)