Advertisement
২৬ এপ্রিল ২০২৪

ওসি-কে তলব হাইকোর্টের

পুত্রবধূর বিরুদ্ধে এক বৃদ্ধের দায়ের করা অভিযোগ সংক্রান্ত মামলায় বীজপুর থানার ওসি-কে তলব করল কলকাতা হাইকোর্ট। ওই বৃদ্ধের অভিযোগ, পুলিশ এই ঘটনায় নিজেদের ভূমিকা ঠিকমতো পালন করছে না।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩২
Share: Save:

পুত্রবধূর বিরুদ্ধে এক বৃদ্ধের দায়ের করা অভিযোগ সংক্রান্ত মামলায় বীজপুর থানার ওসি-কে তলব করল কলকাতা হাইকোর্ট। ওই বৃদ্ধের অভিযোগ, পুলিশ এই ঘটনায় নিজেদের ভূমিকা ঠিকমতো পালন করছে না। হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত মঙ্গলবার নির্দেশ দিয়েছেন, আগামী ১৪ সেপ্টেম্বর ওসি-কে তাঁর এজলাসে হাজির হয়ে জানাতে হবে, কী কারণে অভিযোগকারীকে তদন্ত সম্পর্কে অন্ধকারে রাখা হয়েছে।

আইনজীবী শিবাজীকুমার দাস জানিয়েছেন, তাঁর মক্কেল হরেকৃষ্ণ দাস বীজপুরের বাসিন্দা। তাঁর ছেলে চন্দন মারা গিয়েছেন। বৃদ্ধের অভিযোগ, চন্দনের স্ত্রী পাড়ারই এক যুবকের সঙ্গে ষড়যন্ত্র করে তাঁকে ও তাঁর স্ত্রী সবিতাদেবীকে বাড়ি থেকে উৎখাত করতে চান। বাড়িতে লোকজন নিয়ে চড়াও হয়ে তাঁদের মারধরও করা হয়। হরেকৃষ্ণবাবু বীজপুর থানায় নালিশ জানান। বৃদ্ধের দাবি, পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়নি। ফৌজদারি কার্যবিধি মেনে হরেকৃষ্ণবাবু বা তাঁর স্ত্রীর বক্তব্য নথিভুক্তও করেনি পুলিশ। এই সংক্রান্ত মামলাতে বীজপুর থানার ওসি-কে তাঁর আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE