দু’টি গাড়ি ভাড়া নিয়ে নাগাল্যান্ডের ডিমাপুরে বিক্রি করে দিয়েছিল অসমের গুয়াহাটির এক বাসিন্দা। তার পরে পুলিশের হাত থেকে বাঁচতে পালিয়ে এসে প্রায় দু’মাস কলকাতায় গা-ঢাকা দিয়েছিল সে। কাজ নিয়েছিল একটি হোটেলে। অবশেষে মোবাইল ফোনের সূত্র ধরে রবিবার সন্ধ্যায় মহাত্মা গান্ধী রোড থেকে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করেছে অসম পুলিশ। ধৃতের নাম সঞ্জীব সিংহ।
রবিবার ট্রানজ়িট রিমান্ডে ধৃতকে অসমে নিয়ে যাওয়ার জন্য কলকাতার সিজেএম আদালতে হাজির করা হয়। সঞ্জীবকে অন্তর্বর্তী জামিন দিয়েছে আদালত। তার আইনজীবী মহম্মদ সোহেল বলেন, ‘‘অসম পুলিশ ঠিকঠাক নথি পেশ করতে না পারায় সঞ্জীবকে জামিন দেয় আদালত। তিন হাজার টাকার বন্ডে তিনি জামিন পেয়েছেন। ১০ ফেব্রুয়ারি অসমের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সঞ্জীবকে।’’
আদালত সূত্রের খবর, গত বছর গুয়াহাটির বাসিন্দা পম্পি বর্মণের কাছ থেকে ভাড়ায় নেওয়া দু’টি গাড়ি ডিমাপুরে নিয়ে গিয়ে প্রায় ১২ লক্ষ টাকায় সঞ্জীব বেচে দেয় বলে অভিযোগ। গাড়ি ফেরত না পেয়ে পম্পি অসম পুলিশের কাছে সঞ্জীবের নামে অভিযোগ দায়ের করেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)