Advertisement
E-Paper

বিমানবন্দরে অদল-বদল, লখনউ থেকে ব্লেজার ফিরল শহরে!

অনেক কাঠখড় পোড়ানোর পরে সোমবার সেই ব্লেজার আসল মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে কলকাতা বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ।

সুনন্দ ঘোষ

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৪২
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

দুই যাত্রীর বাক্স বদল নিয়ে সিনেমা হয়েছে। কিন্তু এ একেবারে ব্লেজারের সঙ্গে স্যুট অদল-বদল। একই সংস্থার ছাপ মারা কালো রঙের দু’টি কভার। একটির ভিতরে স্যুট। অন্যটির ভিতরে ব্লেজার। স্যুটের মালিক ভুল করে ব্লেজার নিয়ে কলকাতা থেকে উড়ে গিয়েছিলেন লখনউ। অনেক কাঠখড় পোড়ানোর পরে সোমবার সেই ব্লেজার আসল মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে কলকাতা বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ।

বিমানবন্দর সূত্রের খবর, গত ১১ ফেব্রুয়ারি চেন্নাই যাচ্ছিলেন লেক টাউনের বাসিন্দা সোমনাথ চট্টোপাধ্যায়। নিরাপত্তা বেষ্টনীতে দেহ তল্লাশির সময়ে নিয়মমাফিক ব্লেজার খুলে তা এক্স-রে যন্ত্রে ঢুকিয়ে দেন তিনি। কিন্তু পরে সেটি নিতে ভুলে যান। তাঁর ব্লেজার ছিল প্লাস্টিকে মোড়া। বোর্ডিং গেটে পৌঁছনোর আগেই তাঁর মনে পড়ে ব্লেজারের কথা। ফিরে এসে তিনি দেখেন, একই রকম প্লাস্টিকের কভার পড়ে রয়েছে। কিন্তু খুলে দেখা যায়, তার ভিতরে রয়েছে একটি স্যুট।

বোর্ডিং গেটে হারিয়ে যাওয়া ব্লেজারের কথা নথিভুক্ত করে চেন্নাই উড়ে যান সোমনাথ। দেশের কোনও বিমানবন্দরে যাত্রীরা ভুলবশত কিছু ফেলে গেলে ‘উমঙ্গ’ নামে এক মোবাইল অ্যাপে তাঁরা অভিযোগ জানাতে পারেন। সোমনাথ অ্যাপে অভিযোগ জানালে তা কলকাতার সিআইএসএফ-এর কাছে পৌঁছয়।

শুরু হয় খোঁজ। বিমানবন্দরের একটি সিসি ক্যামেরায় দেখা যায়, সোমনাথ যখন নিরাপত্তা বেষ্টনী পেরোচ্ছেন, তখন অন্য এক যাত্রী একই ভাবে নিজের ব্লেজার এক্স-রে যন্ত্রে দিচ্ছেন। পরে তিনি সোমনাথের ব্লেজার নিয়ে চলে যান। ১৪ তারিখ কলকাতায় ফিরে সোমনাথবাবুও যোগাযোগ করেন সিআইএসএফ-এর সঙ্গে। তাঁকে জানানো হয়, খোঁজ চলছে ব্লেজারের।

বিমানবন্দর সূত্রের খবর, সিসিটিভি ফুটেজ থেকে জানা যায়, ওই ব্যক্তি কোন চেক-ইন কাউন্টারে গিয়েছিলেন। তাতে নিশ্চিত হওয়া যায়, সোমনাথের মতো তিনিও একই সংস্থার উড়ান ধরেছেন। তখন দেখা হয়, ওই ব্যক্তি কোন বোর্ডিং গেটে গিয়েছিলেন। নথি দেখে জানা যায়, ১১ তারিখ ওই সময়ে ওই বোর্ডিং গেট দিয়ে লখনউয়ের উড়ান ছাড়ার কথা ছিল। বোর্ডিং গেটে এখন প্রত্যেক যাত্রীর বোর্ডিং কার্ড স্ক্যান করা হয়। তাতে জানা যায়, কোন যাত্রী কোন সময়ে বিমানে উঠছেন। সেই সময় ধরে জানা যায়, ওই যাত্রীর নাম অমর সিংহ। তিনি আদতে সেনাবাহিনীর ক্যাপ্টেন।

বিমানসংস্থার কাছ থেকে অমর সিংহের নম্বর নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। অমর জানান, বাড়ি ফিরে তিনি দেখেনে, কভারের মধ্যে রয়েছে একটি ব্লেজার। সিআইএসএফ-কে জানান, তিনি ডিউটিতে কাশ্মীর যাবেন। তাঁর পক্ষে ব্লেজার ফেরত দেওয়া সম্ভব নয়। অফিসারদের অনুরোধে গত সোমবার লখনউ বিমানবন্দরে পৌঁছে সিআইএসএফ-এর এক অফিসারের হাতে অমর সেই ব্লেজার তুলে দেন। সেটি বিমানে করে চলে আসে কলকাতায়। সোমবারই ব্লেজার ফেরত পেয়েছেন সোমনাথ। তাঁর কথায়, ‘‘অসম্ভবকে সম্ভব করেছেন কলকাতার অফিসারেরা।’’

সিআইএসএফ-এর কর্তারা জানিয়েছেন, সময়-সুযোগ করে এলে বা কোনও প্রতিনিধিকে পাঠালে অমরকে স্যুটটি ফেরত দেওয়া হবে।

Train Railway Aeroplane Airport
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy