Advertisement
০১ নভেম্বর ২০২৪

চোর পালাতে সিসিটিভি

একটিই চুরির ঘটনা চোখ খুলে দিল কর্তৃপক্ষের। নিরাপত্তা ব্যবস্থায় যে খামতি রয়েছে পরোক্ষে স্বীকারও করে নিয়েছেন তাঁরা। এ বারে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সর্বত্র সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিলেন কর্তৃপক্ষ। শনিবার এ কথা জানান রেজিস্ট্রার বিডিএম আম্বেদকর।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ০০:৫৭
Share: Save:

একটিই চুরির ঘটনা চোখ খুলে দিল কর্তৃপক্ষের। নিরাপত্তা ব্যবস্থায় যে খামতি রয়েছে পরোক্ষে স্বীকারও করে নিয়েছেন তাঁরা। এ বারে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের সর্বত্র সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিলেন কর্তৃপক্ষ। শনিবার এ কথা জানান রেজিস্ট্রার বিডিএম আম্বেদকর।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে কর্তৃপক্ষ লক্ষ্য করেন প্রেক্ষাগৃহ থেকে অগ্নিনির্বাপণ সামগ্রী চুরি গিয়েছে। জল দেওয়ার নলের মুখে থাকা পিতলের জেট উধাও। তার দাম বেশি না হলেও প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে। রেজিস্ট্রার জানান, ৫০ একর জমির উপর রয়েছে প্রতিষ্ঠানটি। সর্বত্রই নিরাপত্তারক্ষীরা নজরদারি চালান। তার পরেও একেবারে প্রেক্ষাগৃহের ভিতরে ঢুকে কী ভাবে ওই জেট চুরি গেল তা নিয়ে প্রশ্ন ওঠে। শনিবার ঠিক হয়েছে, গোটা এলাকায় নিরাপত্তারক্ষীদের পাশাপাশি সিসি ক্যামেরায় মাধ্যমে নজরদারি হবে।

শহরের রাস্তা, শপিং মল থেকে শুরু করে নানা প্রতিষ্ঠান সিসি ক্যামেরার ব্যবহারে সাফল্য মিলেছে। এত দিন কেন এসআরএফটিআই-তে এর ব্যবহার করা হল না? রেজিস্ট্রার আম্বেদকর জানান, আগেই বসানো উচিত ছিল। এ বারে তা করা হচ্ছে।

অন্য বিষয়গুলি:

Satyajit Ray Film & Television Institute
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE