Advertisement
৩০ এপ্রিল ২০২৪

নবীকরণ হল না শংসাপত্র

দমকলের লাইসেন্স না থাকায় ঢাকুরিয়ার আমরি হাসপাতালকে দেওয়া শংসাপত্রের নবীকরণ করেনি ‘ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর হসপিটাল অ্যান্ড হসপিটাল কেয়ার’ (এনএবিএইচ)।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ মে ২০১৭ ০১:৪৮
Share: Save:

দমকলের লাইসেন্স না থাকায় ঢাকুরিয়ার আমরি হাসপাতালকে দেওয়া শংসাপত্রের নবীকরণ করেনি ‘ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর হসপিটাল অ্যান্ড হসপিটাল কেয়ার’ (এনএবিএইচ)।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর আদালতে এমনটাই অভিযোগ করলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) শাশ্বতগোপাল মুখোপাধ্যায়।

আমরির অগ্নিকাণ্ডে ৯২ জনের মৃত্যুর ঘটনায় হাসপাতালের অন্যতম ডিরেক্টর প্রবীণ চিকিৎসক মণি ছেত্রীর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে কলকাতা পুলিশ। চার্জশিট থেকে নিজের নাম বাদ দেওয়ার আবেদন জানিয়ে বিচারপতি বাগচীর আদালতে মামলা করেছেন ওই চিকিৎসক। এ দিন সেই মামলার শুনানিতে ওই অভিযোগ জানান পিপি।

পিপি আদালতে বলেন, ‘‘যে সব হাসপাতাল স্বাস্থ্য বিমার আওতায় থাকে, তাদের এনএবিএইচ-এর শংসাপত্র জরুরি। কোন হাসপাতালের মান কী, স্বশাসিত ওই সংস্থা তার মূল্যায়ন করে একটি শংসাপত্র দেয়।’’ পিপি-র দাবি, ২০০৫ থেকে আগুন লাগার কয়েক মাস আগে পর্যন্ত কর্তৃপক্ষকে একাধিক বার যথাযথ অগ্নি-নির্বাপণের ব্যবস্থা রাখতে বলেছিল দমকল। কর্তৃপক্ষ দমকলের নির্দেশিকা মতো ব্যবস্থা নেননি। তাই দমকলের লাইসেন্সও নবীকরণ হয়নি। ফলে এনএবিএইচ-ও তাদের শংসাপত্র নবীকরণ করেনি। হাসপাতালের লাইসেন্স রয়েছে চিকিৎসকের নামে। তিনি দায়িত্ব এড়াতে পারেন না বলে এ দিন আদালতে জানান পিপি।

আগামী ১৮ মে এই মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

NABH AMRI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE