শেষমেশ পদত্যাগ করলেন সরকারি আর্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চন্দন দাস। তিনি জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি সরে দাঁড়িয়েছেন। যদিও কলেজ সূত্রের খবর, আন্দোলনকারীদের চাপে পড়েই তাঁর এই পদক্ষেপ। চন্দনবাবুর জায়গায় অস্থায়ী ভাবে অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে কলেজেরই শিক্ষক সুমন পালকে।
এর পাশাপাশি, আন্দোলনকারী পড়ুয়ারা বুধবার সন্ধ্যা থেকে তাঁদের ক্লাস বয়কট তুলে নেওয়ার সিদ্ধান্ত জানান। তাঁরা জানিয়েছেন, তিন মাসের মধ্যে স্থায়ী অধ্যক্ষ এবং বিভিন্ন বিভাগের খালি পদে শিক্ষক নিয়োগ হবে বলে সরকারি ভাবে তাঁদের আশ্বস্ত করা হয়েছে। আজ, বৃহস্পতিবার থেকে ক্লাস এবং নির্ধারিত প্রবেশিকা পরীক্ষাও নিতে দেওয়া হবে বলে তাঁদের তরফে জানানো হয়েছে। তবে তিন মাসের মধ্যে দাবি পূরণ না করা হলে পড়ুয়ারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও জানিয়েছেন।
চন্দনবাবুর অবশ্য দাবি, শারীরিক অসুস্থতার কারণে গত বছরের জুলাই মাসেই তিনি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। কিন্তু সরকারি ভাবে তা নেওয়া হয়নি। রাজ্যের শিক্ষা অধিকর্তা নিমাইচন্দ্র দাসও চন্দনবাবুর সঙ্গে সহমত পোষণ করেছেন।