পুজো দিয়ে ফেরার সময়ে এক তরুণীকে কটূক্তির প্রতিবাদ করায় তাঁর স্বামী এবং পরিবারের সদস্যদের মারধর করার অভিযোগ উঠল। মেরে এক জনের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে আনন্দপুর থানা এলাকায়। তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আনন্দপুর থানার মাদুরদহ এলাকায় ঘটনাটি ঘটে। রবিবার ওই তরুণী অভিযোগ দায়ের করেন। বছর তেইশের ওই তরুণীর অভিযোগ, সে দিন সকালে স্থানীয় একটি মন্দিরেপুজো দিয়ে এক বান্ধবীর সঙ্গে ফিরছিলেন তিনি। পথে আকাশ নামে স্থানীয় এক যুবক তাঁকে কটূক্তি করে। এমনকি, তাঁর শাড়ি ধরে টানাটানি করে হেনস্থা করা হয় বলেওঅভিযোগ। কোনও মতে সেখান থেকে তরুণী বাড়ি ফিরে হেনস্থার কথা স্বামী-সহ পরিবারের বাকিদেরজানান। প্রতিবাদ জানাতে তাঁরা ওই যুবকের কাছে গেলে অভিযুক্ত উল্টে তাঁদের উপরে চড়াও হয় বলে অভিযোগ। তরুণীর স্বামী-সহ বাকিদের রাস্তায় ফেলে বাঁশ দিয়ে বেধড়ক মারা হয়। এক মহিলা ঠেকাতে গেলে তাঁকেও মারধর করে অভিযুক্ত। মারধরে তাঁর দাদার মাথা ফেটে যায় বলে অভিযোগে পুলিশকে জানিয়েছেন তরুণী।
এর পরেই তরুণী আনন্দপুর থানায় গিয়ে লিখিত অভিযোগদায়ের করেন। তরুণীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা দায়ের করেছে পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)