মহেশতলায় বৈদ্যুতিক শকে অত্যাচারিত কিশোরের নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগে রাজ্যের শিশু সুরক্ষা কমিশনও।
রাজ্যে ৯ জুন দিনটি শিশু সুরক্ষা দিবস হিসাবে পালিত হয়। সোমবার সেই উপলক্ষে কমিশনের তরফে রবীন্দ্র সদনে ‘মনের কথা কই’ নামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু এমনই সময়ে দিনটি পালিত হল, যখন মহেশতলার ঘটনা নিয়ে প্রতিক্রিয়াশীল অনেকেই। ওই ঘটনায় কয়েক জনকে গ্রেফতার করা হলেও এখনও ওই কিশোরের খোঁজ মেলেনি।
রাজ্যের নারী ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা এ দিন জানান, ওই কিশোর কোথায় রয়েছে, তা জানা দরকার। কমিশন নজর রেখেছে। পুলিশও তদন্ত করছে। এই প্রসঙ্গে শিশুশ্রমের বিরোধিতা করে তিনি বলেন, ‘‘শিশুশ্রম কোনও ভাবেই মেনে নেওয়া হবে না। অনেক ক্ষেত্রে সংসারের প্রয়োজনে বাবা-মায়েরা সন্তানদের কাজ করতে পাঠান। এ সবের বিরোধিতায় মানুষকে সচেতন করতে আমাদের প্রচারও চলে।’’ এ দিন শিশু সুরক্ষা নিয়ে কাজ করা পাঁচ জন পুলিশ আধিকারিকের হাতে ‘শিশুবান্ধব’ নামে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। মন্ত্রী শশী পাঁজা-সহ কমিশনের সকলেই শিশুদের মনের কথা খুলে বলার জন্য আহ্বান জানান। প্রায় চারশো শিশু এ দিনের অনুষ্ঠানে যোগ দেয় বলে কমিশনের তরফে জানানো হয়েছে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)