দিঘার সমুদ্রে যেন আছড়ে পড়ছে ষাঁড়াষাঁড়ির বান।
তবে এই সমুদ্র অবশ্য জনগণের। বুধবার সন্ধ্যায় পার্ক স্ট্রিট ও ময়দান মেট্রো স্টেশনের ভিড় যেন অনেকটাই দিঘার সমুদ্রে ধেয়ে আসা বানের চেহারা নিল। বড়দিনের সন্ধ্যায় পার্ক স্ট্রিট দেখতে ঢল নেমেছিল মানুষের। ভিড় সামলাতে রেলরক্ষী বাহিনী যত বার ব্যারিকেড সরিয়েছে, পলক পড়ার আগেই নিমেষে ভরে গিয়েছে প্ল্যাটফর্ম। ছ’মিনিট অন্তর মেট্রো চালিয়েছিলেন কর্তৃপক্ষ। কিন্তু প্ল্যাটফর্মে তার আগেই ভিড় বেড়ে যাচ্ছিল। এক সময়ে পদপিষ্ট হয়ে দুর্ঘটনার আশঙ্কায় যাত্রীদের প্ল্যাটফর্মে প্রবেশেও রাশ টানতে বাধ্য হন মেট্রো কর্তৃপক্ষ। বেশ কয়েক বার মেট্রোর প্রবেশপথের শাটারও নামিয়ে দেওয়া হয়। কিন্তু বাঁধ না মানা জলোচ্ছ্বাসের মতো জনসমুদ্রের ঢেউ পার্ক স্ট্রিট এবং ময়দান স্টেশনের বাইরে আছড়ে পড়ল। যা সামলাতে হিমশিম খেতে হল মেট্রো কর্তৃপক্ষকে।
অক্টোবরে দুর্গাপুজোর পঞ্চমীর পরে বুধবার আবার যাত্রীদের ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে মেট্রো কর্তৃপক্ষকে। তবে ভিড় যে হতে পারে সেটা আঁচ করেই ময়দান, এসপ্লানেড এবং পার্ক স্ট্রিট স্টেশনে বাড়তি রক্ষীর ব্যবস্থা করেছিলেন মেট্রো কর্তৃপক্ষ। ভিড় নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনাও নেওয়া হয়েছিল। অবশ্য শেষ পর্যন্ত কোনও বিপত্তি ঘটেনি। মেট্রোর আধিকারিকেরা জানান, বড়দিনের সন্ধ্যায় ওই তিনটি স্টেশন যেন ভিড়ের নিরিখে একে অন্যকে টেক্কা দেওয়ার চেষ্টা করেছে।