Advertisement
E-Paper

টার্মিনালে ভাঙা কাচের ফাঁদে পা, মৃত জওয়ান

নতুন টার্মিনালের জৌলুস বাড়াতে দেওয়াল মুড়ে দেওয়া হয়েছে কাচ দিয়ে। কিছু অংশের মেঝেও কাচের। কাচ ভেঙে প্রায়শ বিপত্তিও ঘটছে। বৃহস্পতিবার ঘটে গেল চরম দুর্ঘটনা। মেঝের ভাঙা কাচ গলে একতলা থেকে সটান বেসমেন্টে পড়ে মারা গেলেন কলকাতা বিমানবন্দরে কর্মরত এক সিআইএসএফ জওয়ান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৫ ০৩:৪০
এই সেই জায়গা। —নিজস্ব চিত্র।

এই সেই জায়গা। —নিজস্ব চিত্র।

নতুন টার্মিনালের জৌলুস বাড়াতে দেওয়াল মুড়ে দেওয়া হয়েছে কাচ দিয়ে। কিছু অংশের মেঝেও কাচের। কাচ ভেঙে প্রায়শ বিপত্তিও ঘটছে। বৃহস্পতিবার ঘটে গেল চরম দুর্ঘটনা। মেঝের ভাঙা কাচ গলে একতলা থেকে সটান বেসমেন্টে পড়ে মারা গেলেন কলকাতা বিমানবন্দরে কর্মরত এক সিআইএসএফ জওয়ান। গোরাচরণ সিংহ (৪০) নামে ওই রক্ষীর এ হেন অপমৃত্যু বিমানবন্দরের নিরাপত্তা ঘিরে ফের প্রশ্ন তুলে দিয়েছে।

এ দিন বিকেলে কলকাতা বিমানবন্দরের নতুন টার্মিনালে ঘটনাটি যখন ঘটে, তার কিছুক্ষণ বাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন থেকে ফেরার কথা। ভিআইপি-যাত্রীর জন্য নির্ধারিত পথের আশপাশে নিয়মমাফিক তল্লাশি চালানোর সময়েই গোরাচরণ দুর্ঘটনায় পড়েন বলে জানা গিয়েছে।

বিবরণ দিতে গিয়ে বিমানবন্দরের এক কর্তা বলেন, আন্তর্জাতিক বিভিন্ন উড়ানের যাত্রীরা তখন একতলায় ৪এ-৪বি গেট দিয়ে বাইরে আসছেন। মুখ্যমন্ত্রীর জন্য খুলে রাখা হয়েছে পাশের পাঁচ নম্বর গেট। পুলিশকর্মীদের সঙ্গে সেখানে মেটাল ডিটেক্টর ইত্যাদি নিয়ে চার জনের সিআইএসএফ-টিম তল্লাশি চালাচ্ছিল, যাতে গোরাচরণ ছিলেন। নির্গমন-পথের মেঝে কংক্রিটের হলেও আশপাশের বেশ কিছু জায়গার মেঝে কাচে তৈরি। সেখানকার এক করিডরেই ঘটে যায় দুর্ঘটনা। কী ভাবে?

কলকাতা বিমানবন্দরের অধিকর্তা অনিল শর্মা জানিয়েছেন, কাচের দুই দেওয়ালের মধ্যবর্তী করিডরটির মেঝেতে বেশ কয়েকটি কাচ ভাঙা। সেগুলো ফাইবার চাদরে ঢাকা রয়েছে। করিডরটি ব্যবহার করেন শুধু রক্ষণাবেক্ষণ ও সিআইএসএফ কর্মীরা, যাঁরা ব্যাপারটা বিলক্ষণ জানেন। তাঁরা ফাইবারের উপরে পা রাখেন না। কিন্তু এ দিন কোনও ভাবে বেসামাল হয়ে তার উপরেই গোরাচরণের পা পড়ে গিয়েছিল। ‘‘সবশুদ্ধু তিনি নীচে পড়ে যান। মাথায় চোট লাগে।’’— বলেন অধিকর্তা।

গোরাচরণ আছড়ে পড়েছিলেন পনেরো ফুট নীচে বেসমেন্টের সিমেন্ট বাঁধানো মেঝেতে। সিআইএসএফ অফিসারেরা তাঁকে কাছের এক হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তিনি মারা যান। বিমানবন্দর-সূত্রের খবর: গোরাচরণের বাড়ি ওড়িশায় ময়ূরভঞ্জে। স্ত্রী ও পাঁচ বছরের মেয়ে রয়েছে। ২০১২-য় তিনি কলকাতায় বদলি হয়ে এসেছিলেন।

২০১৩-র জানুয়ারিতে কলকাতা বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু হয়েছে। প্রায় আড়াই হাজার কোটি টাকা খরচ করে এটি বানিয়েছে তাইল্যান্ডের এক কোম্পানি। টার্মিনাল খুলে দেওয়ার আগে থেকেই অবশ্য দেওয়াল-মেঝের কাচ ভাঙতে শুরু করেছে। বহু বার যাত্রীদের সামনে কাচ ভেঙে পড়েছে। এক বার তো দেওয়ালের কাচ ভেঙে সিআইএসএফের এক জওয়ান আহতও হন। একের পর এক এমন বিভ্রাটের জেরে কাচের নমুনা বিদেশে পরীক্ষার জন্য
পাঠানো হয়েছিল। যদিও ভাঙার সঠিক কারণ জানা যায়নি। নয়া টার্মিনালে কাচ সরবরাহের বরাত অবশ্য দেওয়া হয়েছিল কর্তৃপক্ষের পছন্দসই ব্যবসায়ীকে।

এমতাবস্থায় নানা ভাবে বিপদ সামাল দেওয়ার চেষ্টা হয়েছে। টার্মিনালের বাইরের দিকে কাচ ভেঙে পড়ে যাতে কারও আঘাত না-লাগে, সে জন্য ঢোকা-বেরনোর প্রতিটি গেটের মাথায় নতুন নির্মাণ করে পাকা ছাউনি বানানো হয়েছে। কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিলেন, সময়ের সঙ্গে সঙ্গে কাচ ভাঙার প্রবণতা কমবে।

আশ্বাসই সার।

CISF jawan Kolkata airport floor panel Dum Dum netaji
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy