Advertisement
০৩ মে ২০২৪

সেনা পরিচয়ে সাফ কয়েক লক্ষ

তাঁর অভিযোগ, দুই ব্যক্তি নিজেদের সেনাবাহিনীর ‘কর্নেল’ পরিচয় দিয়ে তাঁকে ফোন করে। তারা জানায়, প্রাক্তন সেনা কর্মীদের পরিবারের জন্য ‘আর্মি গ্রুপ ইনস্যুরেন্স’ চালু হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৭ ০৩:০৭
Share: Save:

সেনাবাহিনীর অফিসারের নাম করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে প্রতারণার অভিযোগ দায়ের হল পুলিশের কাছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লেক গার্ডেন্সের বাসিন্দা, প্রাক্তন এক সেনা কর্মীর স্ত্রী লেক থানায় বুধবার রাতে ওই অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, দুই ব্যক্তি নিজেদের সেনাবাহিনীর ‘কর্নেল’ পরিচয় দিয়ে তাঁকে ফোন করে। তারা জানায়, প্রাক্তন সেনা কর্মীদের পরিবারের জন্য ‘আর্মি গ্রুপ ইনস্যুরেন্স’ চালু হয়েছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশের দাবি, অভিযোগকারীকে ওই ভুয়ো সেনা অফিসারেররা জানায় তিনি কিছু নিয়মকানুন বা পদ্ধতি মানলে প্রায় ১২ লক্ষ টাকা পাবেন। এর জন্য অবশ্য তাঁকে নির্দিষ্ট চেকে কিছু টাকা আগাম জমা দিতে হবে। যা পরে তিনি ফেরত পেয়ে যাবেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেনাকর্মীর পরিচয় দিয়ে ফোন করা হয়েছে দেখে অভিযোগকারিণী প্রতারকদের কথা মতো মধ্যপ্রদেশে এবং দিল্লিতে গিয়ে তিন দফায় চেকের মাধ্যমে প্রায় পৌনে পাঁচ লক্ষ টাকা জমা দেন নির্দিষ্ট জায়গায়। কিন্তু নির্ধারিত সময়ে ওই বিমার টাকা না পেলে সন্দেহ হয় অভিযোগকারিণীর। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, রাজস্থানে একই কায়দায় প্রতারণা করার অভিযোগ কয়েক জনকে গ্রেফতার করেছে ওই রাজ্যের পুলিশ। এর পরেই তিনি লেক থানার পুলিশের দ্বারস্থ হন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। খুব শ্রীঘ্রই তদন্তকারীদের একটি দল রাজস্থানে যাবে ধৃতদের জেরা করার জন্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE