Advertisement
২৩ এপ্রিল ২০২৪

দক্ষিণ দমদমে থার্মোকল বন্ধ নিয়ে শুরু বিতর্ক

সোমবার দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পারিষদ দেবাশিস বন্দ্যোপাধ্যায় (জনস্বাস্থ্য) সাংবাদিক বৈঠক করে জানান, পুর এলাকায় সব অনুষ্ঠান বাড়িতে থার্মোকলে নিষেধাজ্ঞা জারি হচ্ছে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৯ ০১:৩৬
Share: Save:

পুর এলাকায় থার্মোকল ব্যবহার বন্ধ করা নিয়ে দ্বিমত নেই। কিন্তু কোন দাওয়াইয়ে বেশি কাজ হবে, তা নিয়ে ভিন্ন অবস্থান পুরপ্রধান এবং পুরপ্রধান পারিষদের।

সোমবার দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান পারিষদ দেবাশিস বন্দ্যোপাধ্যায় (জনস্বাস্থ্য) সাংবাদিক বৈঠক করে জানান, পুর এলাকায় সব অনুষ্ঠান বাড়িতে থার্মোকলে নিষেধাজ্ঞা জারি হচ্ছে। এ নিয়ে যাবে বিজ্ঞপ্তি। তাতে কাজ না হলে জরিমানার পথ নেবে পুরসভা। পরে দেবাশিসবাবু বলেন, ‘‘পুরসভা এবং ব্যক্তিগত মালিকানার অধীনের থাকা অনুষ্ঠানবাড়ি, দু’ক্ষেত্রেই পাঁচ হাজার টাকা জরিমানা নেওয়া হবে বলে মাসিক অধিবেশনে ঠিক হয়েছে। পুরসভার অনুষ্ঠানবাড়ির ক্ষেত্রে চুক্তিপত্রে লেখাই থাকবে, প্লাস্টিকের গ্লাস, থার্মোকলের প্লেট-বাটি ব্যবহার করা যাবে না।’’

পুরপ্রধান অবশ্য বলেন, ‘‘প্রতিটি অনুষ্ঠানবাড়িতে জঞ্জাল সংগ্রহের জন্য ভ্যাট ভাড়া দেওয়া হয়। তাতে থার্মোকল পাওয়া গেলে সেই জঞ্জাল পুরসভা নেবে না, এই পথে হাঁটলে চাপ বাড়বে। জরিমানা জারি করা নিয়ে আইনি জটিলতার আশঙ্কাও আছে।’’ যদিও চেয়ারম্যান

পারিষদ প্রবীর পালের প্রশ্ন, ‘‘অনুষ্ঠানবাড়ির সামনে ভ্যাট রাখলে দুর্গন্ধের চোটে নাগরিকদের অসুবিধার কী হবে!’’ প্রাক্তন চেয়ারম্যান পারিষদ মৃগাঙ্ক ভট্টাচার্যের মতে, ‘‘জরিমানা ছাড়া ফল পাওয়া সম্ভব নয়।’’ চেয়ারম্যান জানান, কাউন্সিলরেরা সক্রিয় হলে কিছুই অসম্ভব নয়।

নতুন বছরে থার্মোকল বন্ধের আর একটি পদক্ষেপ ঘিরে অবশ্য ঐক্যমতের অভাব ঘটেনি। আগামী আর্থিক বছর থেকে ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণের সময়ে দোকানে প্লাস্টিক, থার্মোকলের ব্যবহার যে হবে না, সে বিষয়ে ব্যবসায়ীদের মুচলেখা দিতে হবে বলে জানিয়েছেন পুর কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Controversy Thermocol South Dum Dum Municipality
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE