Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Convict

প্যারোলে মুক্তি পেয়েই পালাল খুনের আসামি

গার্ডেনরিচ থানা এলাকার পাহাড়পুর রোডের বাসিন্দা আফজল হোসেন ওরফে গোলাম হোসেন নামের ওই ব্যক্তি বছর পনেরো আগে এক জনকে খুন করে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২০ ০১:৫০
Share: Save:

প্যারোলে মুক্তি পেয়ে চম্পট দিয়েছে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি। জেলে ফেরার নির্দিষ্ট দিন পেরিয়ে গেলেও তার কোনও খোঁজ মেলেনি। তার খোঁজ পেতে গত ১০ অক্টোবর মেদিনীপুর সংশোধনাগারের সুপার কলকাতার গার্ডেনরিচ থানার ওসিকে চিঠি দিয়েছিলেন। কিন্তু সেই চিঠি পাওয়ার এক মাস পরেও ওই আসামিকে খুঁজে পায়নি গার্ডেনরিচ থানার পুলিশ।

ওই থানার এক আধিকারিক বলেন, ‘‘পলাতক আসামির বাড়িতে একাধিক বার তল্লাশি চালানো হয়েছে। কিন্তু ওর হদিস মেলেনি।’’ গার্ডেনরিচ থানার তদন্তকারীরা বিভিন্ন ‘সোর্স’ মারফত ওই খুনের আসামির খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

গার্ডেনরিচ থানা এলাকার পাহাড়পুর রোডের বাসিন্দা আফজল হোসেন ওরফে গোলাম হোসেন নামের ওই ব্যক্তি বছর পনেরো আগে এক জনকে খুন করে। পরে আদালতের রায়ে সে দোষী সাব্যস্ত হয়। বিচারক তাকে যাবজ্জীবন সাজা দেন। সে মেদিনীপুর সংশোধনাগারে বন্দি ছিল। করোনার প্রকোপ বাড়তে থাকায় সংশোধনাগার কর্তৃপক্ষ বিভিন্ন আসামিকে প্যারোলে মুক্তি দেন। তাদের মধ্যে আফজলও ছিল। পুলিশ সূত্রের খবর, আফজলের প্যারোলের মেয়াদ ছিল গত ৯ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত। ১০ অক্টোবর মেদিনীপুর সংশোধনাগারে ফিরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু প্যারোলের শর্ত অনুযায়ী সে না ফেরায় তার খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Convict Parole
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE